মুম্বাইয়ের দায়িত্ব ছাড়ল সিটি গ্ৰুপ, শেয়ার ফিরছে রনবীরদের

ভারতীয় ক্লাব ফুটবলে বর্তমানে অন্যতম সফল একটি দল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ…

city-football-group-exits-mumbai-city-fc-shares-return-to-ranbir-kapoor

ভারতীয় ক্লাব ফুটবলে বর্তমানে অন্যতম সফল একটি দল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ ও এসেছে তাঁদের ঘরে। তবে গতবছর খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় ছিল না বেশি দিন। সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। যার প্রভাব এসেছিল লিগ টেবিলে।

Advertisements

তবে দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে ধরাশায়ী করে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছিল মুম্বাই। তারপর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাঁচটি গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দেশের বানিজ্য নগরীর এই দল। তারপর সেবার কলিঙ্গ সুপার কাপে ও বজায় ছিল সেই হতাশাজনক পারফরম্যান্স। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।

   

সেই সব কিছু ভুলে এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল তিরিদের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দল অংশ না নিলেও গোয়ার বুকে আয়োজিত এবারের সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পাওয়ার টার্গেট ছিল পেট্র ক্র্যাটকিদের। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। কিন্তু এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় মুম্বাই সিটি। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এবার আসন্ন প্রথম ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য এই শক্তিশালী দলের। কিন্তু গত বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে এবার হয়তো দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবে সিটি গ্ৰুপ। সেটা স্পষ্ট হয়ে গিয়েছে গত কয়েকদিন আগেই।

এবার সেই মর্মেই বিশেষ বিবৃতি জারি করে ম্যানেজমেন্ট। যেখানে বলা হয়, ‘ মুম্বাই সিটি এফসি নিশ্চিত করতে পারে যে সিটি ফুটবল গ্রুপ লিমিটেড ক্লাবে তাঁদের শেয়ার বিক্রি করেছে। প্রতিষ্ঠাতা মালিকরা ভবিষ্যতে সংগঠনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবেন। গত ২০১৯ সাল থেকে, সিএফজি এবং মুম্বাই সিটি এফসি দুটি আইএসএল লিগ উইনার্স শিল্ড এবং দুটি আইএসএল কাপ শিরোপা জিতে নতুন উচ্চতায় পৌঁছেছে, ক্লাবের ফুটবল কার্যক্রমকে শক্তিশালী করেছে এবং ভারতে খেলার বিকাশে অর্থপূর্ণ অবদান রেখেছে। ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তার আলোকে এবং একটি বিস্তৃত বাণিজ্যিক পর্যালোচনার পর সিএফজি এই সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি সিএফজির সুশৃঙ্খল এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় যাতে নিশ্চিত করা যায় যে এর মনোযোগ এমন ক্ষেত্রগুলিতে থাকে যেখানে এটির দীর্ঘমেয়াদী প্রভাব সবচেয়ে বেশি হতে পারে। তাঁদের সাফল্যের জন্য গর্বিত এবং খেলোয়াড়, কোচ, কর্মী, সমর্থক এবং অংশীদারদের কাছ থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত সকলের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং আবেগের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’ যারফলে আগের মতোই এবার শেয়ার থাকছে রনবীর কাপুর ও বিমল পারেখের কাছে।’

Advertisements