খেলেছেন পেলে, খেলেছেন নেইমার। ১১১ বছরের পুরনো ক্লাব ব্রাজিলের সান্তোস (Santos FC)। ক্লাবের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় ডিসিশনে নেমে গিয়েছে ক্লাব। ফুটবলারদের পাশে থাকতে গ্যালারিতে ভিড় করেছিলেন সান্তোস ক্লাবের সমর্থকরা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর বাঁধ ভাঙে আবেগ। কেউ কাঁদলেন, কেউ আগুন ধরালেন সান্তোস শহরের অলিতে-গলিতে।
আরও পড়ুন: ১১১ বছরে প্রথমবার ক্লাবের অবনমনের পর জ্বলছে শহর, অশান্ত Santos FC
পেলে ও নেইমারের মতো প্রতিবাদের আঁতুড়ঘর হিসেবে ব্রাজিল এবং বিশ্বজুড়ে পরিচিত ফুটবল ক্লাব সান্তোস এফসি দল ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রেলিগেট হয়েছে। এরপর সান্তোসের রাস্তায় যে প্রতিক্রিয়া দেখা গিয়েছে তা বিধ্বংসী এবং কখনই এমন ঘটনা কাম্য নয়।
🚨🇧🇷 | Santos fans setting fire to players cars yesterday after they were relegated for the first time in the clubs history.
— All Things Brasil™ 🇧🇷 (@SelecaoTalk) December 7, 2023
ক্যাম্পিওনাটো ব্রাসিলেইরোতে সিরি এ থেকে প্রিয় দলকে রেলিগেট হতে দেখে ভক্তরা গাড়ি, বাস এবং এমনকি ভবনেও আগুন ধরিয়ে দেয়। সান্তোসের ভিলা বেলমিরোতে অশান্তির সূত্রপাত। সান্তোস এফসি ফোর্তালেজার বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল, জিততে পারলে এড়ানো যেত অবনমন। সান্তোস ১-২ গোলে ম্যাচ হেরে যায়। এরপরেই আবেগের বহিঃপ্রকাশ।
ব্রাজিলের টপ ফ্লাইটের শেষ ম্যাচে ভাস্কো, বাহিয়া এবং সান্তোসের মধ্যে শেষ রেলিগেশন স্পটের জন্য লড়াই চলেছিল। ভাস্কো এবং বাহিয়া শেষ ম্যাচে জিততে সক্ষম হয়। অন্যদিকে সান্তোস টানা তৃতীয় খেলায় হেরে শেষ করে মরসুম। স্টপেজ টাইমে একটি গোল হজম করে নাটকীয়ভাবে ব্রাজিলের সর্বোচ্চ টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ফুটবল ক্লাব সান্তোস।
🤍🖤SANTOS SEMPRE SANTOS 🤍🖤 pic.twitter.com/t0kcM3w6Ia
— Neymar Jr (@neymarjr) December 7, 2023