Thursday, November 30, 2023
HomeSports NewsChurchill Brothers: নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে টানল চার্চিল, চিনুন

Churchill Brothers: নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে টানল চার্চিল, চিনুন

গতবছর খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি আইলিগ জয়ী দল চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers FC)। বাইশ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত লিগ টেবিলের ছয় নম্বরেই শেষ করতে হয়েছিল তাদের। কিন্তু এবার নিজেদের মেলে ধরতে বধ্যপরিকর সকলেই। তাই যেকোনো ভাবেই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখাই চ্যালেঞ্জ তাদের কাছে। চলতি মরশুমে একাধিক ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল।

   

উল্লেখ্য, প্রথমবার খেলতে এসেই যথেষ্ট ছাপ ফেলেছে বারানসীর ইন্টারকাশি ফুটবল দল। বর্তমানে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে সান্তা মারিনার ফুটবল দল। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে চার্চিল। সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে সেই দল। শীর্ষে রয়েছে গোকুলাম কেরালা ফুটবল দল। তবে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম চ্যালেঞ্জ চার্চিল দলের। সেই মর্মে এবার নাইজেরিয়ার এক দাপুটে ফরোয়ার্ডকে দলে টানল আইলিগের এই ফুটবল দল।

তিনি ওগানা লুই (Nigerian Forward Ogana Louis)। ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে যথেষ্ট পরিচিত এই মুখ। পূর্বে আইলিগের অন্যতম শক্তিশালী দল শ্রীনিধি ডেকানের হয়ে খেলেছিলেন তিনি। এবার যোগ দিয়েছেন গোয়ার এই ফুটবল দলে। চার্চিলের জার্সিতে ফুল ফোঁটানোই একমাত্র লক্ষ্য এই গোল মেশিনের। বর্তমানে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে আর্জেন্টাইন কোচের চার্চিল ব্রাদার্স। এবার এই সাইনিংয়ের মাধ্যমে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে গোয়ার এই ফুটবল দল। পূর্বে আর্জেন্টাইন ফরোয়ার্ড রিকার্ডো ডিচিয়ারার দৌলতে শ্রীনগরের মাটিতে বড় ব্যবধানে জয় পেয়েছে এই ফুটবল দল। এবার সেই ফর্ম ধরে রাখতে মরিয়া দলের কোচ।

বলাবাহুল্য, ভারতে আসার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে আসছেন বছর সাতাশের এই ফরোয়ার্ড। বিশেষ করে শ্রীনিধি ডেকানের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। এবার তার দিকে তাকিয়ে চার্চিলের সমর্থকরা।

Latest News