I-League Clash: চার্চিলের বিপক্ষে এবার আটকে গেল সাদা-কালো ব্রিগেড

গত আইলিগ (I-League) ম্যাচে নামধারী এফসির বিপক্ষে জয় আসলেও এবার গোয়ার দাপুটে ফুটবল দল চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers FC Goa) বিপক্ষে আটকে গেল মহামেডান (Mohammedan…

Churchill Brothers FC Goa and Mohammedan SC

গত আইলিগ (I-League) ম্যাচে নামধারী এফসির বিপক্ষে জয় আসলেও এবার গোয়ার দাপুটে ফুটবল দল চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers FC Goa) বিপক্ষে আটকে গেল মহামেডান (Mohammedan SC)। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। যা নিয়ে হতাশ দলের সমর্থকরা। তবে আজকের এই ম্যাচের পর ও দশ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। আগামী ২৪ ডিসেম্বর নেরোকা এফসির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখন সেদিকেই নজর সকলের। তবে আজ আটকে গেলেও আইলিগের মতো ফুটবল টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত থেকেছে ডেভিডরা।

আরও পড়ুন:  Youth League: ট্রেনে-বাসে চেপে জাতীয় লিগ খেলতে গিয়েও জিতল কলকাতার ছেলেরা

উল্লেখ্য, গত ম্যাচে জয় পাওয়ার পর আজকের ম্যাচ নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল দলের ফুটবলাররা। সেইমতো আজ শুরু থেকেই আক্রমণ করতে করতে প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুলতে থাকে সাদা-কালো ফুটবলাররা। কিন্তু কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি গোয়ার এই দাপুটে ফুটবল দল। তবে রক্ষনভাগ ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে থাকে চেরনিশভের ছেলেরা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ আসতে থাকে দুই দলের ফুটবলাররা। কিন্তু ফিনিশের অভাবে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় তাদের।

তবে এসবের মাঝেই সকলের নজর রয়েছে মহামেডানের তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গার দিকে। শোনা যাচ্ছিল, জানুয়ারির পরেই নাকি মহামেডান ছেড়ে অন্য দলে যোগ দেবেন তিনি। কিন্তু সেই নিয়ে এখনো পর্যন্ত জানা যায়নি চূড়ান্ত কিছু।