Churchill Brothers FC: প্রায় এক দশক পর ঘরে ফিরলেন ‘সেরা গোলকিপার’

Churchill Brothers Reunites with Homegrown Goalkeeper Bilal Khan After Nearly a Decade

ভালো দল গঠন করার দিকে মনোনিবেশ করেছে চার্চিল ব্রাদার্স (Churchill Brothers FC)। লিওনেল মেসির ছেলেবেলার কোচকে নিয়োগ করা হয়েছে ইতিমধ্যে। সেই সঙ্গে চলছে ফুটবলার চূড়ান্ত করার কাজ। প্রায় এক দশক পর ঘরের ছেলেকে ফিরিয়ে আনল চার্চিল ব্রাদার্স।

গোলকিপার বিলাল খানকে ( Bilal Khan) দলে নেওয়ার কথা জানিয়েছেন চার্চিল ব্রাদার্স। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সই সংবাদ। এক সময় দেশের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিলালের নাম উচ্চারণ করা হতো। ২০১৮-১৯ মরসুমে আই লীগের সেরা গোলকিপার হয়েছিলেন উত্তর প্রদেশের এই খেলোয়াড়।

   

চার্চিল ব্রাদার্সের হাত ধরে নিজের সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন বিলাল খান। ২০১৩ সালে শুরু করেছিলেন সিনিয়র পর্যায়ের পেশাদার ফুটবল কেরিয়ার। তখন চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিলেন প্রায় দশটি ক্লাব। ক্রমে যুক্ত হয়েছেন হিন্দুস্তান এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, পুনে সিটিতে। লোনে গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের হয়ে প্রায় তেরোটি ম্যাচে অংশ নিয়েছিলেন। রিয়াল কাশ্মীরের হয়ে জিতেছিলেন সেরা গোলকিপারের সম্মান।

ইন্ডিয়ান সুপার লীগেও দল পেয়েছিলেন বিলাল। কেরালা ব্লাস্টার্সের হয়ে অভিষেক ম্যাচে তিনি রুখে দিয়েছিলেন এটিকে-কে। শুরুটা ভালো করলেও পরে আর ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। নতুন মরসুমে খেলবেন চার্চিল ব্রাদার্সের হয়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন