Sunday, December 7, 2025
HomeSports NewsChristian Eriksen : মৃত্যু-মুখ থেকে ফিরে আসা এরিকসন ফের গোল করলেন দেশের...

Christian Eriksen : মৃত্যু-মুখ থেকে ফিরে আসা এরিকসন ফের গোল করলেন দেশের হয়ে

- Advertisement -

রবিবার দেশের হয়ে মাঠে নামলেন ক্রিস্টিয়ান এরিকেসন (Christian Eriksen)। গোল করলেন। মন জয় করলেন আপামর ফুটবল প্রেমী মানুষের। ২৮৭ দিন আগে এই এরিকসনই পাঞ্জা লড়ছিলেন মৃত্যুর সঙ্গে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪-২ গোলে পরাজিত ডেনমার্ক। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের ফলাফলের থেকেও বেশি গুরুত্ব পেল জাতীয় দলের জার্সিতে এরিকসনের মাঠে ফেরা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নেমেছেন দেশের হয়। তাঁকে কুর্নিশ জানাচ্ছে ফুটবল মহল। দল হারলেও ক্রিস্টিয়ান এরিকেসন হয়েছেন ম্যাচের সেরা।

   

ইউরো কাপে ডেনমার্কের বিরুদ্ধে ফিনল্যান্ডের সেই ম্যাচ লেখা রয়েছে ইতিহাসের পাতায়। মাঠেই লুটিয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকেসন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ফুটবল মাঠে আর ফিরতে পারবেন কি না সে ব্যাপারে ছিল সংশয়।

Christian Eriksen
ডেনমার্কের হয়ে মাঠে নেমেই গোল করেছেন ক্রিশ্চিয়ান এরিকসন।

এরিকসনের দেহে বসানো রয়েছে কৃত্রিম যন্ত্র। সেটাকে সঙ্গী করেই ফুটবল মাঠে ফিরেছেন তিনি। পেশাদার ফুটবলার হিসেবে আবার শুরু করছেন দৌড়। ইতালিয় ফুটবলের নিয়ম অনুযায়ী বুকে কৃত্রিম যন্ত্র বসানো কেউ সে দেশের ফুটবলে খেলতে পারেন না। তাই ডেনিস মিডিওকে রিলিজ করে দিয়েছিল ইন্টার মিলান। তাহলে কি সত্যি সত্যি শেষ হয়ে গেল এরিকসনের পেশাদার ফুটবল কেরিয়ার? প্রশ্ন উঠেছিল তখন।

সংশয় কাটিয়ে তিনি যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের নিচু সারির ক্লাব ব্রেন্টফোর্ডে। সেখানে এরিকসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো আপত্তি তোলা হয়নি। ক্লাব ফুটবল শুরু করার পর তাঁর লক্ষ্য ছিল জাতীয় দলে ফের মাঠে নামার। সেই ইচ্ছাও পূরণ করলেন। মাঠে নেমে দেশের হয়ে গোল করলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular