Transfer Rumors: বেঙ্গালুরুর নজরে চিংলেসানা, হাতাছাড়া মোহনবাগানের?

Transfer Rumors: ডুরান্ড কাপ জয় করার পর দুরন্তভাবে আইএসএল শুরু করেছিল মোহনবাগান। প্রথম ম্যাচেই তারা পরাজিত করে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে। পরবর্তীতে এগিয়ে যেতে…

Chinglensana Singh

Transfer Rumors: ডুরান্ড কাপ জয় করার পর দুরন্তভাবে আইএসএল শুরু করেছিল মোহনবাগান। প্রথম ম্যাচেই তারা পরাজিত করে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে। পরবর্তীতে এগিয়ে যেতে থাকে সেই জয়ের রথ। টুর্নামেন্টের মাঝপথে এসে হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে কলকাতা ময়দানের এই প্রধান।  এএফসি কাপে ধরাশায়ী হওয়ার পর আইএসএলে ওডিশা এফসির কাছে কোনো রকমে মান বাঁচায় মোহনবাগান।

তারপর মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স এর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ছন্নছাড়া ফুটবল খেলে টানা তিন ম্যাচ পরাজিত হয় মোহনবাগান। যা নিয়ে প্রবল হতাশ দলের সমর্থকরা। যার দরুন ম্যাচ শেষে গো ব্যাক স্লোগান ও শুনতে হয়েছে বাগান কোচ থেকে শুরু করে দলের একাধিক ফুটবলারদের।

এই পরিস্থিতিতে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করতে চায় সবুজ মেরুন ব্রিগেড। লক্ষ্য একটাই চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখা‌। এক্ষেত্রে দলের মধ্যে যে একাধিক পরিবর্তন দেখা যাবে তা বলাই চলে। যতদূর জানা গিয়েছে, জানুয়ারির শুরুতেই হয়তো দল থেকে বিদায় নেবেন সাদিকু ও কামিন্সের মত ফুটবলারেরা তবে এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্তভাবে সামনে আসেনি।

অপরদিকে, আনোয়ার আলীর অনুপস্থিতি দলকে যে এতটা ভোগাবে তা হয়তো ভাবতে পারেননি হুয়ান ফেরেন্দো। শুভাশিস বসু থেকে শুরু করে হ্যামিলরা দলের রক্ষণভাগে থাকলেও ঠিক ছন্দ যেন ফিরছে না দলের। তাছাড়া রয়েছে আশিক কুরুনিয়ান ও লিস্টন কোলাসোর মতো খেলোয়ারদের চোট ও কার্ডের সমস্যা।

তাই সবদিক বিচার বিবেচনা করে, হায়দরাবাদ এফসির তরুণ ফুটবলার চিংড়িসানা সিং কে দলে আনতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্টস। রক্ষনভাগে জমাট বাঁধানোই এখন অন্যতম লক্ষ্য বাগানের স্প্যানিশ কোচের। জানা গিয়েছিল, সানাকে নেওয়ার ক্ষেত্রে নাকি অনেকটাই এগিয়ে মোহনবাগান। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো মোটা অংকের ট্রান্সফার ফির বিনিময় সবুজ মেরুন জার্সিতে দেখা যেত তাকে। তবে বর্তমানে অনেকটাই জটিল এই পরিস্থিতি। এখন যা খবর, চিংলেসানা সিংয়ের দিকে নাকি নজর পড়েছে সুনীল ছেত্রী ক্লাব বেঙ্গালুরু এফসির। মনে করা হচ্ছে সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন এই ফুটবলার। তাই শেষ পর্যন্ত কার জালে ধরা দেবেন চিংড়িসানা সিং এখন সেটাই দেখার।