শুক্রবার রেইনবো এফসির হয়ে খেললেন পেশাদার কেরিয়ারের অন্তিম ম্যাচ খেলেছেন শিল্টন পাল (Shilton Paul)। শিল্টনকে কেন্দ্র করে বহু ফুটবল প্রেমী মানুষের মনে রয়েছে স্মৃতি। এক সময়কার ‘বাজপাখি’, মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন, একার হাতে জিতিয়েছিলেন বহু ম্যাচ। চিমা ওকোরি (Chima Okorie) না থাকলে শিল্টন হয়তো অনেক আগেই দল বদল করতেন।
Advertisements