Copa America: ‘বোরিং’ ম্যাচে পয়েন্ট নষ্ট দু’বারের চ্যাম্পিয়নের

আর্লিংটনে শুক্রবার পেরুর বিপক্ষে ০-০ গোলের কষ্টার্জিত ড্র দিয়ে তৃতীয়বারের কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়ন চিলি তৃতীয় শিরোপার পথে যাত্রা শুরু করেছে। দুই দলই গোল…

Chile vs Peru

আর্লিংটনে শুক্রবার পেরুর বিপক্ষে ০-০ গোলের কষ্টার্জিত ড্র দিয়ে তৃতীয়বারের কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়ন চিলি তৃতীয় শিরোপার পথে যাত্রা শুরু করেছে। দুই দলই গোল পাওয়ার জন্য চেষ্টা করেও সফল হয়নি।

১৬ মিনিটে অভিজ্ঞ ইন্টার মিলান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের চিলির হয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ২০১৫ ও ২০১৬ সালে চিলির ব্যাক-টু-ব্যাক কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক সানচেজ ভিক্টর দাভিলার নিচু পাস থেকে বল জালে জড়াতে ভুল পারেননি। প্রচুর সময় ও জায়গা থাকার পরেও ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।

ম্যাচ শেষে সানচেজ বলেন, ‘আমি একটি বা দুটি সুযোগ পেয়েছিলাম ঠিক কথা। এটা কোপা আমেরিকা- যখন আপনি সুযোগ পাবেন তখন আপনাকে তা কাজে লাগাতে হবে।’ পেরুর সেরা সুযোগটি এসেছিল যখন জিয়ানলুকা লাপাদুলা খুব কাছ থেকে ভলি করেছিলেন। তবে চিলির বিরুদ্ধে পয়েন্ট পেয়ে খুশি পেরু।

Advertisements

দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত পেরুর কোচ হোর্হে ফসাতি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘প্রথমার্ধে চিলির বলের দখল বেশি ছিল, যদিও তারা আমাদের খুব বেশি বিব্রত করতে পারেনি। আমি এমন এক পেরুকে দেখেছি যার মনোভাব খুব ভালো। কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো একটু উদ্বিগ্ন এবং খেলার ক্ষেত্রে ছেলেদের আত্মবিশ্বাস সেই উচ্চতায় ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট উন্নতি করেছি।’