Mamata Banerjee: লাল-হলুদের দল গঠন নিয়ে ‘বিস্ফোরক’ মুখ্যমন্ত্রী

ক্লাব কর্তাদের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয় দলের খেলোয়াড়দের। সেইসাথে জানানো হয় আগামীকাল অর্থাৎ আজ ক্লাব তাঁবুতে এসে খেলোয়াড়দের সম্মানিত করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

Mamata Banerjee east bengal

শনিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। যা দেখে খুশির আমেজ ছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যেই দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার তরফ থেকে দলের নামের প্রথমে “এটিকে” তুলে দেওয়ার পর থেকেই আনন্দের জোয়ার বইতে শুরু করে আপামর সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে।

গোয়ার পাশাপাশি সেলিব্রেশন চলতে থাকে গোটা কলকাতা শহর জুড়ে। পরের দিন সকালে ট্রফি নিয়ে কলকাতায় এসে পৌঁছয় এটিকে মোহনবাগান দলের খেলোয়াড়রা। তারপর ক্লাব কর্তাদের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয় দলের খেলোয়াড়দের। সেইসাথে জানানো হয় আগামীকাল অর্থাৎ আজ ক্লাব তাঁবুতে এসে খেলোয়াড়দের সম্মানিত করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

   

সেইমতো আজ বেলা ১২ নাগাদ মোহনবাগান ক্লাব তাঁবুতে আসেন মুখ্যমন্ত্রী। প্রথমেই দলের কোচ হুয়ান ফেরেন্দো ও অধিনায়ক প্রীতম কোটালের হাতে তুলে দেন মিষ্টি। তারপর বিশাল কাইথের গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে দেখেন কিছুক্ষণ। তারপর ক্লাব কর্তা ও খেলোয়াড়দের তরফ থেকে আইএসএল ট্রফি তুলে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই মঞ্চ থেকেই মোহনবাগানের সাফল্যের পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল কে নিয়ে মুখ খোলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ইস্টবেঙ্গল যখন দল গঠন শুরু করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা দলটাই ঠিক করে তৈরি করতে পারেনি। আর্থিক সমস্যার পাশাপাশি একাধিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ওদের কে। তবে সবুজ-মেরুন কে সেই সমস্যায় পড়তে হয়নি। সঞ্জীব গোয়েঙ্কা নানাভাবে দলকে সাহায্য করেছে।

একদিকে যখন সাফল্যের সাগরে ভেসে যাওয়ার মতো অবস্থা সবুজ-মেরুন সমর্থকদের। অন্যদিকে লাল-হলুদে তখন একরাশ হতাশা। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। আইএসএলে আসার পর থেকেই একের পর এক কোচ বদল করেছে ক্লাব। বদলেছে ইনভেস্টর, বদলেছে বহু খেলোয়াড়। তবুও দিনের শেষে মিলেছে একরাশ হতাশা ও পরাজয়। কবে কাটবে এই দুঃসময়, কবেই বা ফিরবে সুদিন, জানার অপেক্ষায় লাখ লাখ লাল-হলুদ সমর্থক। তাদের একটাই আশা দল ঘুরে দাঁড়াক। সাফল্যের আলোয় মাথা তুলে দাঁড়াক।