সম্প্রতি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চেতেশ্বর পুজারাকে (Cheteshwar Pujara) এই সিরিজের জন্য নির্বাচিত করা হয়নি। এ ছাড়া জায়গা পাননি অজিঙ্কা রাহানে। কিন্তু এবার রঞ্জি ট্রফিতে ঝাড়খন্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য নিজের দাবি জোরালো করলেন চেতেশ্বর পূজারা। চেতেশ্বর পূজারা রঞ্জি ট্রফির ম্যাচে ঝাড়খন্ডের বিরুদ্ধে ১৬২ রানের ইনিংস খেলেছেন। তিনি তার ইনিংসে ১০টি চার হাঁকিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শুভমান গিল তিন নম্বরে ব্যাট করলেও এই তরুণ ব্যাটসম্যানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ভারতের হয়ে টেস্ট ম্যাচে চেতেশ্বর পুজারা দীর্ঘ সময় ধরে তিন নম্বরে ব্যাট করেছেন। এবার চেতেশ্বর পূজারার সেঞ্চুরি শুভমান গিলের অসুবিধা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। ঝাড়খন্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর চেতেশ্বর পূজারা ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য নিজের দাবি আরও মজবুত করেছেন বলে মনে করা হচ্ছে।
Stumps on Day 2!@cheteshwar1's brilliant 157* takes Saurashtra to 406/4.
They lead by 264 runs with Pujara and Prerak Mankad (23*) at the crease.@IDFCFIRSTBank | #RanjiTrophy
Scorecard ▶️ https://t.co/xYOBkksyYt pic.twitter.com/tj2TpqMNeQ
— BCCI Domestic (@BCCIdomestic) January 6, 2024
ভারতের হয়ে ১০৩ টি টেস্ট খেলেছেন চেতেশ্বর পূজারা। চেতেশ্বর পূজারা টেস্ট ম্যাচে ৭১৯৫ রান করেছেন। এই ফরম্যাটে চেতেশ্বর পূজারার গড় ৪৩.৬১। পূজারা তার টেস্ট ক্যারিয়ারে ১৯ টি সেঞ্চুরি করেছেন। এ ছাড়া টেস্টে ৩৫ বার পঞ্চাশ রানের মাইলফলক অতিক্রম করেছেন। এছাড়াও চেতেশ্বর পূজারা টেস্ট ম্যাচে ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে জায়গা না পেলেও ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য পুজারাকে বেছে নেওয়া হয় কি না, সেটাই দেখার বিষয়।