HomeSports Newsপ্লে-অফের লড়াইয়ে চেন্নাই বধই লক্ষ্য আলাদিনের

প্লে-অফের লড়াইয়ে চেন্নাই বধই লক্ষ্য আলাদিনের

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরসুমের (ISL 2024-25 Session) প্লে-অফে নিজেদের জায়গা করতে মরিয়া নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। সোমবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিপক্ষে মাঠে নামবে হুয়ান পেদ্রো বেনালির দল। ২২ ম্যাচে ৩২ পয়েন্ট অর্জন করা পাহাড়ের দল যদি এই ম্যাচে জয় পায়, তবে তারা নিশ্চিতভাবেই প্লে-অফে চলে যাবে।

ম্যাচের পূর্ববর্তী সাংবাদিক বৈঠকে কোচ নওশাদ মূসা দলের লক্ষ্য সম্পর্কে মতামত জানান । তিনি বলেন, “চেন্নাইয়ের কাছে হারানোর কিছু নেই। আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং একাগ্রতার সঙ্গে খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের ভালো ফুটবল খেলা। আমাদের পরিকল্পনাগুলোর প্রতি দৃঢ় থাকতে হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ফলাফল আসবে।”

   

এছাড়াও, তিনি আরও বলেন, “প্রত্যেক খেলোয়াড়ই ম্যাচের গুরুত্ব জানে। অনুশীলনে আমরা দেখতে পাচ্ছি তারা কতটা ফোকাসড। তারা মাঠে নামতে আগ্রহী এবং জয়ের জন্য প্রস্তুত।”

এই মরসুমে আলাদিন আজারাই (Alaaeddine Ajaraie) দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি ইতিমধ্যেই আইএসএলে সবচেয়ে বেশি গোল (২০) এবং সবচেয়ে বেশি গোল অবদান (২৫) করার রেকর্ডটি নিজের নামে করেছেন। জামশেদপুর এফসির বিপক্ষে তাঁর একটি ডাবল হ্যাটট্রিক তাকে এই রেকর্ডে পৌঁছতে সাহায্য করেছে। এই একই প্রতিপক্ষের বিরুদ্ধে বিপরীত ম্যাচে গোল করেছিলেন আজারাই। তিনি আশা করছেন, চেন্নাইয়ের বিপক্ষেও আরও গোল করে তার রেকর্ড বাড়াবেন। আজারাইয়ের সঙ্গেই, গিলিয়ারমো ফের্নান্দেজ (৫ গোল), নেস্তর আলবিয়াচ (৪ গোল) এবং পার্থিব গোগই (২ গোল) দলের আক্রমণকে শক্তিশালী করেছে। নর্থইস্ট ইউনাইটেড আইএসএলের অন্যতম সেরা আক্রমণাত্মক দল হয়ে উঠেছে।

রক্ষণের দিক থেকে অধিনায়ক মিশেল জাবাকো দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি রিডেম তলাং, আশির আখতার এবং বুয়ান্তাংলুন সামতের সঙ্গে মিলে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করেছেন। তাদের দুর্দান্ত কাজের ফলস্বরূপ, নর্থইস্ট ইউনাইটেড একাধিক ম্যাচে ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছে। এবার দেখা যাক, চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড তাদের প্লে-অফের লক্ষ্যে পৌঁছাতে পারে কি না।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular