HomeSports Newsমধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনকারী এই কোচের দিকে নজর চেন্নাইয়িনের

মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনকারী এই কোচের দিকে নজর চেন্নাইয়িনের

- Advertisement -

শেষ সিজনে আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলের উপর ভরসা রেখেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC )। কোনর শিল্ডস থেকে শুরু করে লুকাস বামব্রিলাদের মতো ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। কিন্তু খুব একটা ইতিবাচক ফল পায়নি দক্ষিণের আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। শুরুটা খুব একটা খারাপ না হলেও ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেছিল ফারুক চৌধুরীরা।দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল দলকে। পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। পরবর্তীতে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি জামশেদপুর এফসির মতো শক্তিশালী দলকে পরাজিত করলেও বেশিদিন বজায় ছিল না সেই ধারাবাহিকতা।

স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের তালিকায় অনেকটাই নেমে গেয়েছিল অভিষেক বচ্চনের এই দল। তবে গতবারের ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছিল জর্ডান উইলমার গিলদের চেন্নাইয়িন। জানুয়ারিতে জয় অধরা থাকলেও ফেব্রুয়ারির শুরুতেই ইস্টবেঙ্গলকে পরাজিত করে দল জয়ের মুখ দেখলে ও সুপার সিক্সের লড়াইয়ে ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল ওয়েন কোয়েলের ছেলেদের।

   

পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিল দক্ষিণের এই দাপুটে ক্লাব। এমন হতাশা জনক পারফরম্যান্সের ফলে ইংলিশ কোচের দায়িত্বে থাকা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। অবশেষে গত কয়েকদিন আগেই উভয় পক্ষের সম্মতির মধ্যে দিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ওয়েন কোয়েল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কি হবেন দলের নতুন কোচ। শোনা যাচ্ছিল এই ব্রিটিশ কোচের বিকল্প হিসেবে একাধিক হাইপ্রোফাইলের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের।

সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে জেসুস কাসাসের নাম। পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ তথা ইরাকের জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। যেখানে দলকে খেলিয়েছিলেন প্রায় ৩৩ টি ম্যাচ। যার মধ্যে ২০টি জয়ের পাশাপাশি ৪টি ড্র এবং ৯ টি ম্যাচে পরাজিত হয়েছিল তাঁর দল। চলতি বছরের মার্চ মাসেই সেই দায়িত্ব থেকে অব্যাহতি পান এই স্প্যানিশ কোচ। মনে করা হচ্ছে নতুন মরসুমের জন্য তাঁর সঙ্গেই এখন কথাবার্তা এগোতে শুরু করেছে আইএসএলের এই ক্লাব।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular