Chennaiyin FC: মুম্বই সিটির এই গোলরক্ষকের দিকে নজর চেন্নাইয়িনের

পুরনো সমস্ত হতাশা ভুলে এ বছর অনবদ্য পারফরম্যান্স ছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে দক্ষিণের…

Mumbai City FC goalkeeper Mohammad Nawaz

পুরনো সমস্ত হতাশা ভুলে এ বছর অনবদ্য পারফরম্যান্স ছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে একের পর এক দলকে হারিয়ে প্রথম ছয় নম্বরে নিজেদের নিশ্চিত করে রাফায়েল ক্রিভেলারোর দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে এই ফুটবল দলকে। যা নিঃসন্দেহে অনেকটাই হতাশ করেছিল সমর্থকদের। তবুও নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ রহিম আলীরা।

সেইমতো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে, আইএসএলের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে তাদের নজর গিয়েছে জামশেদপুর এফসির ফুটবলার জরমনপ্রীত সিংয়ের দিকে। যতদূর খবর, এই তরুণ মিডফিল্ডারকে দলে নিয়েই নতুন মরশুম শুরু করতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে শুধু চেন্নাইয়িন নয়, আইএসএলের আরো একাধিক ফুটবল ক্লাবের নজর রয়েছে এই ফুটবলারের দিকে।

   

তবে সকলকে টেক্কা দিয়ে এই তারকাকে চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে চেন্নাইয়িন। এছাড়াও নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। কিন্তু নতুন মরশুমে হয়তো দলে থাকা হচ্ছে না বাঙালি গোলরক্ষক দেবজিত মজুমদারের।

এখনো অব্দি যা খবর, নিজের পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে ফিরে আসতে চলেছেন তিনি। সেক্ষেত্রে প্রভসুখান সিং গীলের পর দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থাকতে চলেছেন এই তারকা। যা বেশ কিছুটা অবাক করেছে ফুটবল প্রেমীদের। আসলে এই সিজনে অনবদ্য ছন্দ থেকেছে দেবজিতের। তাই এই ফুটবলারের এমনতর সিদ্ধান্তে হতবাক সকলেই।

তবে দেবজিতের বিকল্প খোঁজার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন এফসি। সেইমতো বেশ কিছু ফুটবলারদের তালিকা ও তৈরি করা হয়। যেখানে সব থেকে বেশি উঠে আসছে মহম্মদ নাওয়াজের নাম। বর্তমানে শক্তিশালী মুম্বাই সিটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বছর চব্বিশের এই খেলোয়াড়ের দিকে এখন নজর ওয়েন কোয়েলের ফুটবল দলের। এই বছরের মে মাসে তার সঙ্গে চুক্তি শেষ হবে মুম্বাই দলের। তারপরেই এই ফুটবলারকে চূড়ান্ত করতে চাইছে চেন্নাইয়িন।