সময়ের সাথে সাথে জমে উঠছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। টুর্নামেন্টের প্লে-অফে গতবারের মতো এবারও অনেক আগে নিশ্চিত হয়ে গিয়েছে মুম্বাই সিটি। পরবর্তীতে মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে ওডিশ এফসি, গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের মত দলগুলি স্থান পাকা করে নিয়েছে সহজেই। তবে এবার ষষ্ঠ স্থানের লড়াই। যেখানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) এমনকি নর্থইস্ট ইউনাইটেডের মতো ক্লাব।
আদৌ কারা সুযোগ করে নিতে পারে এখন সেটাই দেখার। তবে নতুন ফুটবল সিজেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকে। ঘর গোছানোর জন্য নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ক্লাবগুলির।
মার্চের মাঝামাঝি সময় শোনা গিয়েছিল দলের বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। চলতি মরশুমে দলের জার্সিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স থাকার সুবাদে এই সেন্টার ব্যাককে রেখেই ঘর গোছানোর পরিকল্পনা নিতে পারেন ওয়েন কোয়েল। বলাবাহুল্য, একটা সময় দক্ষিণের এই ফুটবল দলকে প্লে-অফের বাইরে ধরা হলেও সময়ের সাথে সাথে লড়াইয়ে ফিরে আসে দল। বর্তমানে পরবর্তী রাউন্ডে নিজেদের নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য তাদের। পাশাপাশি নতুন মরশুমের জন্য খেলোয়াড় খোঁজার কাজ ও শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।
সেক্ষেত্রে ভারতীয় তারকা বিনীত রাইয়ের দিকেও তাদের নজর রয়েছে ব্যাপকভাবে। উল্লেখ্য, চলতি বছরের মে মাস পর্যন্ত মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। সেজন্য, নতুন মরশুমের কথা মাথায় রেখে তার সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে আইএসএলের বেশ কয়েকটি ফুটবল ক্লাব। এমনকি ইমামি ইস্টবেঙ্গল দলের কথাও শোনা গিয়েছিল ব্যাপকভাবে।
যদিও এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে বিনীত রাইয়ের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বার্তা অনেক দূরে এগিয়ে গিয়েছে চেন্নাইয়িনের। শেষ পর্যন্ত আদৌ তিনি কোথায় যুক্ত হন এখন সেটাই দেখার।