এই নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে রেখে দিতে পারে চেন্নাইয়িন

বহু প্রত্যাশা নিয়ে গত মরসুমে কোনর শিল্ডস সহ লুকাস বামব্রিলাদের মতো ফুটবলারদের যুক্ত করেছিল চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। কিন্তু খুব একটা ইতিবাচক ফল আসেনি। তবে…

Daniel Chima Chukwu

বহু প্রত্যাশা নিয়ে গত মরসুমে কোনর শিল্ডস সহ লুকাস বামব্রিলাদের মতো ফুটবলারদের যুক্ত করেছিল চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। কিন্তু খুব একটা ইতিবাচক ফল আসেনি। তবে শুরুটা খুব একটা খারাপ ছিল না ফারুক চৌধুরীদের। ম্যাচ জয়ের মধ্যে দিয়েই শুরু হয়েছিল অভিযান। কিন্তু সেটা বজায় ছিল না পরবর্তীতে। বারংবার ধাক্কা খেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল দলকে। যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করার ফলে ইন্ডিয়ান সুপার লিগের তালিকায় অনেকটাই নেমে গেয়েছিল ওয়েন কোয়েলের ছেলেরা। তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছিল চেন্নাইয়িন এফসি।

কিন্তু সুপার সিক্সের লড়াইয়ে ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল আইএসএলের এই দলকে। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিল দক্ষিণের এই দাপুটে ক্লাব। সেইসব এখন অতীত। আসন্ন সুপার কাপ থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সকলের। এক্ষেত্রে ওয়েন কোয়েলকে বিদায় জানিয়ে নয়া কোচ চূড়ান্ত করার পথে দক্ষিণের এই আইএসএল জয়ীরা।

   

এছাড়াও এবারের দল গঠনের ক্ষেত্রে ও ব্যাপক সক্রিয়তা দেখাতে শুরু করেছে ম্যানেজমেন্ট। গত ইন্ডিয়ান সুপার লিগে মোট ২৩ টি ম্যাচ খেলেছিলেন এই তারকা ফুটবলার। যারমধ্যে ৬ টি গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্ট ও থেকেছে এই বিদেশি ফুটবলারের। সেই নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও শোনা যাচ্ছিল যে তাঁর আগেই এই ফুটবলারকে হয়তো রিলিজ করে দেবে চেন্নাইয়িন।

Advertisements

কিন্তু নয়া তথ্য অনুযায়ী, তাঁকে রেখেই এবার সুপার কাপে নামতে চলেছে দক্ষিণের এই ফুটবল দল।গতবারের হতাশাজনক পারফরম্যান্সের পর নিজেকে এবার কতটা মেলে ধরতে পারেন এখন সেদিকেই বিশেষ নজর থাকবে সমর্থকদের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News