হীরা মন্ডল (Hira Mondal) কোন দলে সই করবেন সেই উত্তর এখনও জানা নেই। ইস্টবেঙ্গল ক্লাবে যেমন যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই অন্য ক্লাবে সই করার দরজা এখনও খোলা রয়েছে বলে জানা যাচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগের এই দল হীরাকে নেওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী হীরাকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। ইস্টবেঙ্গলের পাশাপাশি ধারাবাহিকভাবে দক্ষিণ ভারতের এই ক্লাবের নাম শোনা যাচ্ছে। মে মাসের শেষের দিকেও চেন্নাইয়ান ফুটবল ক্লাবের প্রয়াসের কথা আলোচনায় উঠে এসেছিল।
হীরার মন্ডলকে ধরে রাখার জন্য আগেই প্রস্তাব পাঠিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। পিছিয়ে ছিল না অন্যান্য দলগুলিও। তারাও এই বঙ্গ সন্তানকে দলে টানার চেষ্টায় রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী হীরার কাছে নতুন করে অফার পাঠিয়েছে লাল হলুদ ক্লাব। যেটা আগের থেকেও ভালো।
সব মিলিয়ে দল বদলের বাজারে হীরা মন্ডলকে নিয়ে ক্রমে বাজার গরম হচ্ছে। হীরা নিজে অবশ্য এখনও মুখ খোলেননি। একজন পাকা পেশাদার ফুটবলারের মতো বিচার করে দেখেছেন সব দিক। ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।