ইরাকের ক্লাবের সঙ্গে যুক্ত হলেন চেন্নাইয়িনের নজরে থাকা এই ফুটবলার

Fares Arnaout

আগের মরশুমের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি চেন্নাইয়িন এফসির। আইএসএলে লিগ টেবিলের ৮ নম্বরে থেকে নিজেদের অভিযান শেষ করতে হয়েছে তাদের। যা নিয়ে হতাশা থেকেছে সকলেই। সেজন্য, নয়া সিজনে তাদের পুরোনো কোচ ওয়েন কোয়েলের হাতে পুনরায় দলের দায়িত্ব দিয়ে সুদিন ফেরানোর স্বপ্ন দেখতে শুরু করেছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন। এই মর্মে আইএসএল জয়ী কোচের নির্দেশ অনুসারে একের পর এক তারকা বিদেশিদের সই করানোর পাশাপাশি শক্তিশালী দেশিয় ব্রিগেড নির্মানের উপর জোর দেয় ম্যানেজমেন্ট।

এক্ষেত্রে দলবদলের বাজার থেকে ইস্টবেঙ্গল দলের হয়ে গত বছর খেলা অন্যতম তরুণ ফুটবলার অঙ্কিত মুখার্জীকে দলে টেনে আনে চেন্নাইয়িন। পাশাপাশি দক্ষিণের অন্যান্য দল গুলি থেকে দুই প্রতিভাবান তারকা তথা প্রতীক কুমার সিং ও সাচু সিবেকে ও চূড়ান্ত করা হয় এই দলে। সেইসাথে নয়া মরশুমের কথা মাথায় রেখে সকলকে চমকে দিয়ে জর্ডান মারি ও কোনার শিল্ডের মতো দাপুটে বিদেশিদের পাশাপাশি ইতালির এক সেন্ট্রাল মিডফিল্ডার ক্রিশ্চিয়ান বাট্টোকিওকে ও চূড়ান্ত করে এই দল।

   

পাশাপাশি আইএসএল খেলা সিরিয়ান তারকা ফারেস আর্নাউটের দিকে ও তাদের নজর ছিল বহুদিন থেকে। একটা সময় আল জাইস দলের হয়ে খেলে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে দেশ-বিদেশের একাধিক ক্লাবে খেলেন তিনি। এমনকি গত ফুটবল মরশুমে পেনার তত্ত্বাবধানে এফসি গোয়া দলের হয়ে খেলেছিলেন এই তারকা ডিফেন্ডার। নয়া মরশুমের জন্য তাকে নেওয়ার ক্ষেত্রে চেন্নাইয়িন এফসি বহু চেষ্টা চালালেও কাজে আসলনা সেটা। বিশেষ সূত্র মারফত খবর, এবারের নতুন ফুটবল সিজেনের কথা মাথায় রেখে ইরাকের আলজাওরা এসসির সঙ্গে যুক্ত হয়েছেন আর্নাউট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন