জল্পনার অবসান! চেন্নাইয়িন এফসি ছাড়তে চলেছেন ওয়েন কোয়েল

আগের মরসুমে ও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি চেন্নাইয়িন এফসির। আইএসএল জয়ী স্কটিশ কোচ ওয়েন কোয়েলের (Owen Coyle) উপর ভরসা রেখে শক্তিশালী দল সাজিয়ে ছিল…

Head coach Owen Coyle

আগের মরসুমে ও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি চেন্নাইয়িন এফসির। আইএসএল জয়ী স্কটিশ কোচ ওয়েন কোয়েলের (Owen Coyle) উপর ভরসা রেখে শক্তিশালী দল সাজিয়ে ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কোনর শিল্ডসের পাশাপাশি লুকাস বামব্রিলাদের মতো ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। কিন্তু খুব একটা ইতিবাচক ফল পায়নি আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তবে শুরুটা খুব একটা খারাপ ছিল না ফারুক চৌধুরীদের। জয় দিয়েই শুরু হয়েছিল অভিযান।
কিন্তু সেটা বজায় ছিল না পরবর্তী ম্যাচে।

দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল দলকে। পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। মাঝে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি জামশেদপুর এফসির মতো শক্তিশালী দলকে পরাজিত করলেও বেশিদিন বজায় ছিল না সেই জয়ের ধারা। ধাক্কা খেতে হয়েছিল বারংবার। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের তালিকায় অনেকটাই নেমে গেয়েছিল অভিষেক বচ্চনের এই দল। তবে গতবারের ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছিল জর্ডান উইলমার গিলদের চেন্নাইয়িন।

   

Also Read | Durand Cup 2025 | ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কী বললেন? দেখুন সম্পূর্ণ ভিডিও

Advertisements

ইস্টবেঙ্গলকে পরাজিত করে দল জয়ের মুখ দেখলে ও সুপার সিক্সের লড়াইয়ে ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল চেন্নাইয়িন এফসিকে। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিল দক্ষিণের এই দাপুটে ক্লাব।

তারপর থেকেই এই ইংলিশ কোচের উপস্থিতি নিয়ে দেখা দিয়েছিল নানা বিতর্ক। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল যে, নয়া মরসুমে ওয়েন কোয়েলকে হয়তো দলের দায়িত্ব রাখতে চাইছে না ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল ভারতের এই ফুটবল ক্লাবের। কিন্তু তবুও তাঁর দায়িত্ব থাকা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সেটাই হল এবার। নতুন সিজনে চেন্নাইয়িন এফসির দায়িত্বে আর দেখা যাবে না এই কোচকে। জানা গিয়েছে, পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে দল ছাড়ছেন এই কোচ।