Chennaiyin FC: সার্বিয়ার তারকা ফুটবলারকে দলে টানল চেন্নাইয়িন

lazar cirkovic

এবারের আইএসএল মরশুমের কথা মাথায় রেখে তাদের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ফিরিয়ে আনে চেন্নাইয়িন (Chennaiyin FC)৷ এরপর থেকে তার পছন্দ অনুযায়ী একের পর এক তারকা বিদেশিদের সই করানোর পাশাপাশি শক্তিশালী দেশিয় ব্রিগেড নির্মানের উপর জোর দেয় ম্যানেজমেন্ট।

সেজন্য দলবদলের বাজার থেকে একের পর এক তরুন ফুটবলার তুলতে শুরু করে আইএসএলের এই দল। এক্ষেত্রে লাল-হলুদের প্রাক্তন ফুটবলার অঙ্কিত মুখার্জী থেকে শুরু করে দক্ষিণের অন্যান্য দল গুলি থেকে দুই প্রতিভাবান তারকা তথা প্রতীক কুমার সিং ও সাচু সিবেকে ও চূড়ান্ত করা হয় এই দলে।

   

পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও রাখা হয় চমক। নয়া আইএসএলের জন্য জর্ডান মারি থেকে শুরু করে কোনার শিল্ডের মতো তারকাদের পাশাপাশি ইতালির এক সেন্ট্রাল মিডফিল্ডারকে ও যুক্ত করা হয় এই আইএসএল জয়ী ফুটবল দলের সঙ্গে। তিনি ক্রিশ্চিয়ান বাট্টোকিও। একটা সময় নিওয়েল ফুটবল ক্লাবের অনূর্ধ্ব ২০ দল থেকে উঠে এসেছিলেন এই তারকা। পরবর্তীতে জাপানের টোকাশিমা দলের হয়েও খেলেছেন তিনি। তবে সময় যত এগিয়েছে বৃহৎ হয়েছে এই তালিকা।

এবার দক্ষিণের এই ফুটবল দলের সঙ্গে যুক্ত হলেন সার্বিয়ান তারকা লাজার সিরকোভিচ। একটা সময় সার্বিয়ার অনূর্ধ্ব ২১ দল থেকে উঠে এসেছিলেন এই তারকা। পরবর্তীতে মরোক্কো থেকে শুরু করে একাধিক দেশের প্রথম ডিভিশনের ক্লাবে খেলেন এই দাপুটে ডিফেন্ডার। তবে এবার নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের এই ফুটবল দলে। বলাবাহুল্য, এই বিদেশি ফুটবলারকে সামনে রেখেই দলের রক্ষনভাগ মজবুত করতে চাইছেন ওয়েন কোয়েল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন