চেন্নাইয়িন জার্সিতে অনুশীলন করতে দেখা গেল জাতীয় দলের এই ফুটবলারকে

বহু পরিকল্পনার মধ্যে দিয়ে গত মরসুমে দল সাজিয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। তবে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল গত…

Akash Mishra

বহু পরিকল্পনার মধ্যে দিয়ে গত মরসুমে দল সাজিয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। তবে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল গত আইএসএল। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল ওয়েন কোয়েলের ছেলেদের। তবে নিজেদের ভুল শুধরে নয়া সিজনে সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন।

দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই সফল ফুটবল ক্লাবের। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে যে বড়সড় চমক আসতে চলেছে সেই ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। কিন্তু বিগত কয়েক মাস ধরেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের আয়োজন নিয়ে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা। যারফলে ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে দলের কোচ সহ ফুটবলার ও সকল সাপোর্টিং স্টাফেদের নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে শুরু করেছিল একাধিক ক্লাব।

   

বাদ যায়নি আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। যারফলে আদৌও কবে থেকে ফের নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করবে এই ফুটবল ক্লাব সেই নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। এসবের মাঝেই এবার দক্ষিণের এই ফুটবল ক্লাবের জার্সিতে অনুশীলন করতে দেখা গেল জাতীয় দলের লেফট ব্যাক আকাশ মিশ্রাকে। কিছু ঘন্টা আগেই নেটমাধ্যমে দেখা গিয়েছে সেই ছবি। যেখানে চেন্নাইয়িন এফসির জার্সিতে অনুশীলন করছেন আকাশ। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির।

Advertisements

তাহলে কি নয়া সিজনে দক্ষিণের এই ফুটবল ক্লাবেই যোগদান করতে চলেছেন তিনি? যদিও সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। উল্লেখ্য, গত কয়েক মাস আগেই এসিএল ইঞ্জুরির কবলে পড়েছিলেন এই ফুটবলার। এক কথায় যা বিরাট বড় ধাক্কা ছিল দলের কাছে। সেখান থেকেই এবার নিজেকে ফিট করে তুলছেন তিনি। বর্তমানে অনুশীলন ও শুরু করে দিয়েছেন আকাশ মিশ্রা। নতুন সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ও আদৌও কোন দলের জার্সিতে খেলেন এখন সেদিকেই নজর থাকবে সকলের।