বেঙ্গালুরু ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ওয়েন কোয়েল

জয় দিয়েই ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী ওডিশা এফসিকে। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই জয়ের…

Owen Coyle

জয় দিয়েই ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী ওডিশা এফসিকে। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই জয়ের ধারা। মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হওয়ার দল সহজেই ঘুরে দাঁড়ালেও থাকেনি সেই ধারাবাহিকতা। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। একটা সময় আইএসএলের অনেকটা উপরের দিকে উঠে আসলেও বর্তমানে প্রথম ছয়ের মধ্যেই নেই দক্ষিনের এই ক্লাব। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের নবম স্থানে এসে ঠেকেছে চেন্নাইয়িন ফুটবল দল।

গত ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির কাছে। সেই হতাশা ভুলে আগামীকাল সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ খেলতে নামছে লুকাস বামব্ৰিলারা। এবার এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর চেন্নাইয়িন এফসি। তবে চোট সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। উল্লেখ্য, গত মুম্বাই ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয়েছিল দলের তারকা ফুটবলার জর্ডন উইলমার গিলকে। যারফলে তাঁর খেলা নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা।

   

যতদূর জানা গিয়েছে আগামীকালের ম্যাচে হয়তো তাঁকে মাঠেই পাবেননা ওয়েন কোয়েল। যারফলে লুকাস বামব্রিলার পাশাপাশি কোনর শিল্ড এবং চিমা চুকুদের নিয়েই প্রথম একাদশ সাজাতে হবে ব্রিটিশ কোচকে। যা কিছুটা হলেও চিন্তায় রাখছে সকলকে। তবে এইসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ চেন্নাইয়িন এফসির হেডস্যার। ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় তাঁকে।

ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ” আপনি জানেন আমি কখনই কোনও নির্দিষ্ট ব্যক্তির উপর তাকিয়ে থাকিনা। তবে সমষ্টিগত হিসাবে আমি মনে করি আমাদের দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলাররা ও যথেষ্ট ভালো খেলবে। আমি একজন কোচ হিসাবে মনে করি যে আমরা আরও ভাল করতে পারি এবং আমাদের সেটাই করা দরকার।”