Jiteshwor Singh: কলকাতায় খেলে যাওয়া এই ফুটবলারকে নিয়ে কেন গরম হচ্ছে হাওয়া?

Jiteshwor Singh Chennaiyin FC

নামকরা বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের কেন্দ্র করেও দল বদল সংক্রান্ত জল্পনা জোর পাচ্ছে। কলকাতায় খেলে যাওয়া এক ফুটবলারকে (Jiteshwor Singh) নিয়ে এখন জোর চর্চা। একাধিক ক্লাব নাকি তাঁকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে। এমনকি ইস্টবেঙ্গলও!

Advertisements

Indian Football: দর্শনীয় গোল করা ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে পারে ভারতীয় ক্লাব

জিতেশ্বর সিং-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। নতুন ক্লাবে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু কোন ক্লাবে? সেটাই এখনও স্পষ্ট নয়। ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান ফুটবলারদের মধ্যে একজন এই জিতেশ্বর সিং। চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) তরুণ এই মিডিওকে বিদায় জানাতে তৈরি বলে মনে করা হচ্ছে।

কারও কারও মনে প্রশ্ন থাকতে পারে কে এই জিতেশ্বর সিং?

জিতেশ্বর সিং ২২ বছর বয়সী মিডফিল্ডার। খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তবে দলের প্রয়োজনে সেন্ট্রাল মিডিও হিসেবেও খেলতে পারেন তিনি। মণিপুর থেকে উঠে আসা এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন নিয়মিত। ভারতের একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। কলকাতার ক্লাবের হয়েও খেলেছেন। কলকাতায় খেলেছেন ভবানীপুর এফসির হয়ে। কেরিয়ারের শুরুর দিকে ছিলেন নেরোকা ফুটবল ক্লাবে। ট্রান্সফার মার্কেট ওয়েব সাইট অনুযায়ী জিতেশ্বর সিং-এর মার্কেট ভ্যালু এখন দু কোটি টাকার কাছাকাছি।

Advertisements

East Bengal: দক্ষিণ ভারত থেকে আরও ফুটবলার আনছে ইস্টবেঙ্গল!

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী। একাধিক ক্লাবের সঙ্গে কথা বলছে চেন্নাইয়িন এফসি। পরের সিজনে জিতেশ্বর সিং-কে আর হয়তো চেন্নাইয়িন এফসির জার্সিতে খেলতে দেখা যাবে না। নতুন ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা বেশি। ইস্টবেঙ্গলের হয়ে খেলার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।