ওডিশা এফসির এই ডিফেন্ডারকে দলে টানতে চাইছে চেন্নাইয়িন

carlos delgado Odisha FC

গত আইএসএলে ওয়েন কোয়েলের উপর ভরসা রেখে শক্তিশালী দল সাজিয়ে ছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। কোনর শিল্ডসের পাশাপাশি লুকাস বামব্রিলাদের মতো ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। কিন্তু খুব একটা ইতিবাচক ফল আসেনি। কিন্তু শুরুটা খুব একটা খারাপ ছিল না ফারুক চৌধুরীদের। ম্যাচ জয়ের মধ্যে দিয়েই শুরু হয়েছিল অভিযান। কিন্তু সেটা বজায় ছিল না পরবর্তীতে। বারংবার ধাক্কা খেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল দলকে। যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের তালিকায় অনেকটাই নেমে গেয়েছিল অভিষেক বচ্চনের এই দল।

Also Read | ধোঁয়াশায় আইএসএল, কঠোর পদক্ষেপ চেন্নাইয়িন এফসির

   

তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছিল চেন্নাইয়িন এফসি। কিন্তু সুপার সিক্সের লড়াইয়ে ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল আইএসএলের এই দলকে। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিল দক্ষিণের এই দাপুটে ক্লাব। সেইসব ভুলে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এক্ষেত্রে ওয়েন কোয়েলকে বিদায় জানানো হয়েছে গত কয়েক মাস আগেই।

Also Read | চেন্নাইয়িন এফসির এই ফুটবলারকে সই করিয়ে নিল ডায়মন্ড হারবার

তাঁর পরিবর্তে নয়া কোচ হওয়ার দৌড়ে কার্যত অনেকটাই এগিয়ে ক্লিফোর্ড মিরান্ডা। সব ঠিকঠাক থাকলে তাঁর যোগদানের কথা জানিয়ে দিতে পারে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। কিন্তু এসবের মাঝেই এবার দলবদল নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, এই সিজনে দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে এবার এক বিদেশি ডিফেন্ডারের দিকে নজর পড়েছে আইএসএল জয়ীদের। তিনি কার্লোস ডেলগাডো। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিগত কয়েক সিজন ধরেই সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলে আসছেন পঁয়ত্রিশ বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার ব্যাক।

হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়েই তাঁকে দলে টানতে পারে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল। সব ঠিকঠাক থাকলে আসন্ন সুপার কাপের আগেই হয়তো নতুন দলের জার্সিতে ধরা দিতে পারেন এই ফুটবল তারকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন