হুগো বুমোসের দিকে নজর এই আইএসএল জয়ীদের

Hugo Boumous

কলকাতা: গত কয়েক মরসুম ধরেই নিজেদের চেনা ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। একটা সময় বহু প্রত্যাশা নিয়ে তাঁদের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ফিরিয়ে আনা হলেও সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করার পর আর সেভাবে এগোতে পারেনি দক্ষিণের এই ফুটবল দল। এমনকি গত মরসুমে জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করলেও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি শেষ পর্যন্ত। ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এগারো নম্বরেই শেষ করতে হয়েছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা।

Also Read | বাগান প্রসঙ্গে ‘বিস্ফোরক’ মোহনত্যাগী হুগো বুমোস? জানুন

   

সেই ধাক্কা কাটিয়ে এবার আসন্ন সুপার কাপ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর চেন্নাইয়িন। এক্ষেত্রে সম্পূর্ণভাবে নিজেদের দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। বেশ কয়েক মাস আগেই সেইমতো দলের ইংলিশ কোচ ওয়েন কোয়েলকে বিদায় জানিয়েছে আইএসএলের এই দল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এবার নতুন সিজনে তাঁদের দলের দায়িত্ব পাওয়ার দৌড়ে কার্যত অনেকটাই এগিয়ে ক্লিফোর্ড মিরান্ডা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি এই বিষয়টি। কিন্তু মনে করা হচ্ছে খুব একটা অঘটন না ঘটলে খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা জানিয়ে দিতে পারে চেন্নাইয়িন।

Also Read | Hugo Boumous: চেন্নাইয়িন এফসিতে হুগো বুমোস? জানুন সম্ভাবনা কতটা

সেক্ষেত্রে শুধুমাত্র কোচ নয়। দলের বিদেশি ফুটবলার নির্বাচনে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে এই ক্লাব। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে দলের মাঝমাঠকে শক্তিশালী করতে স্প্যানিশ ফুটবলার তথা লাল-হলুদের বর্তমান তারকা সাউল ক্রেসপোকে নিতে যথেষ্ট আগ্ৰহী আইএসএল জয়ীরা। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। শেষ পর্যন্ত সাউল চেন্নাইয়িনে যোগ দিলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে। কিন্তু তিনি একা নন। এবার এই তালিকায় ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মরোক্কান তারকা হুগো বুমোসের (Hugo Boumous) নাম।

বিগত সিজন থেকেই সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলে আসছেন বুমোস। দলের খুব আহামরি পারফরম্যান্স না থাকলেও মাঠে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন সবুজ-মেরুনের এই প্রাক্তনী। হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও এবার নাকি তাঁকে পেতে ব্যাপক আগ্ৰহী এই দল। ইতিমধ্যেই তাঁর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা সেরেছে ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত আদৌ তিনি জার্সি বদল করেন কিনা সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন