হতাশ করলেন নওয়াজ, হার বাঁচাল ওডিশা

সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের ১৫ তম ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের…

Chennaiyin FC vs Odisha FC

সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের ১৫ তম ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। এদিন চেন্নাইয়িন এফসির হয়ে জোড়া গোল করেন জর্ডান উইলমার গিল। অন্যদিকে, সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে একটি গোল করেন ডরিয়েল্টন গোমেজ। এবং ওডিশা দলের হয়ে আত্মঘাতী গোল করে বসেন গোলরক্ষক মহম্মদ নওয়াজ। যারফলে এগিয়ে থেকেও নিজেদের ঘরের মাঠে জয় সুনিশ্চিত করতে পারল না দক্ষিণের এই ফুটবল ক্লাব।

সেই নিয়ে যথেষ্ট হতাশ চেন্নাইয়িন এফসির সমর্থকরা। বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল ওয়েন কোয়েলের ছেলেরা। গত ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে ধরাশায়ী হওয়ার পর এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গিয়েছিল লুকাস বাম্ব্রিলা থেকে শুরু করে কনর শিল্ডদের। হাড্ডাহাড্ডি লড়াই চললে ও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। বেশ কয়েকবার সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন চেন্নাইয়িন এফসির ফুটবলাররা।

   

কিন্তু সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। তাই ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে আরও চাপ বাড়াতে শুরু করেছিল চেন্নাইয়িন এফসি। সেখানেই আসে সাফল্য। ৪৮ মিনিটের মাথায় জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাবের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে যান কলম্বিয়ান ফরোয়ার্ড জর্ডান উইলমার গিল। স্বাভাবিকভাবেই ১-০ গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ম্যাচের চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে ফের ব্যবধান বাড়িয়ে যান গিল। যা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল ওডিশা এফসিকে। কিন্তু সুযোগ মতোই পাল্টা আক্রমণ করতে ছাড়েনি রহিম আলি থেকে শুরু করে রাহুল কেপিরা।

৮০ মিনিটের মাথায় ডরির গোলে ব্যবধান কমায় ওডিশা। কিন্তু তারপরেও এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় চেন্নাইয়িন সমর্থকরা দলের জয় নিশ্চিত মনে করলেও তখনও বাকি ছিল অনেক নাটক। ৯০ মিনিটের পর রেফারি তরফে অতিরিক্ত সময় সংযুক্ত করা হলে সেই সুযোগ কাজে লাগিয়ে ঘন ঘন আক্রমণ করতে থাকে ওডিশা। তারপর ম্যাচের শেষ লগ্নে মহম্মদ নওয়াজের ব্যর্থতায় সমতায় ফিরে আসে দিয়াগো মাউরিসিওরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।