ইংরেজ ডিফেন্ডারকে দলে নেওয়ার দৌড়ে Chennaiyin FC

ধীর লয়ে সমীহ জাগানোর মতো দল গঠন করছে Chennaiyin FC। খাতায় কলমে ইতিমধ্যে তারা যে স্কোয়াড গঠন করেছে সেটা ফুটবল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

English Defender Ryan Edwards

ধীর লয়ে সমীহ জাগানোর মতো দল গঠন করছে Chennaiyin FC। খাতায় কলমে ইতিমধ্যে তারা যে স্কোয়াড গঠন করেছে সেটা ফুটবল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। দলের ব্যাক লাইন মজবুত করার জন্য একজন বিদেশি ফুটবলার সই করাতে পারে ক্লাব।

চলতি ট্রান্সফার উইন্ডোতে সম্প্রতি ভেসে উঠেছে এক ইংরেজ ডিফেন্ডারের নাম। তিনি Ryan Edwards। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন নাম করা ক্লাবে খেলেছেন সাড়ে ৬ ফুট উচ্চতার এই ফুটবলার। Chennaiyin FC তাকে দলে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে বলে খবর। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আপডেট অনুযায়ী ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাব ইংরেজ ডিফেন্ডারকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে।

আরও পড়ুন: Chennaiyin FC: অঙ্কিত-সজল নামতে ঘুরল খেলা, ৬ গোল চেন্নাইয়িনের

Advertisements

সফল হলে বছর উনতিরিশের ডিফেন্ডারকে ফ্রি ট্রান্সফারে দলে নিতে পারে Chennaiyin FC। রায়ান খেলেন মূলত সেন্ট্রাল ব্যাক পজিশনে। ভারতীয় ক্লাবের পাশাপাশি অন্যান্য ক্লাবের অফার তার কাছে রয়েছে বলে খবর। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বেশ কিছু ক্লাবে ধারাবাহিকভাবে খেলেছেন এই ফুটবলার।

Ryan Christopher Edwards এর উত্থান ব্ল্যাকবার্ন রোভার্স থেকে। যুব দল থেকে পরে উত্থান হয়েছিল সিনিয়র দলে। পরে একাধিক ক্লাবে লোনে যোগ দিয়েছিলেন। সবথেকে বেশি সময় কাটিয়েছেন লীগ টু এর ক্লাব মোরাকাম্বেতে। পরপর তিনটি মরসুমে খেলেছেন একশোর বেশির ম্যাচ। সর্বশেষ ছিলেন ডুন্ডে ইউনাইটেডে। ডিফেন্ড করার পাশাপাশি গোল করার দক্ষতা রয়েছে এডওয়ার্ডসের।