রবিবার সন্ধ্যা ৭:৩০ টা থেকে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের ডিফেন্স কে প্রবল সমস্যার মুখে ঠেলে দিয়েছিলো চেন্নাইয়ান এফসি।
লাল-হলুদ ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য আলেক্স লিমা না থাকায় ছন্নছাড়া লাগছিল ইস্টবেঙ্গলের মাঝমাঠ। অবশ্য খেলার ৩১ এবং ৩৬ মিনিটের মাথায় ভিপি সুহের এবং জেক জার্ভিস গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এর ফলে খেলার প্রথম ৪৫ মিনিট গোল শূন্য ভাবে শেষ হয়।অবশ্য এর মাঝে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিলো চেন্নাইয়িন এফসিও।
খেলার রং বদলায় দ্বিতীয়ার্ধে। আত্মঘাতী গোল করে বসেন ইস্টবেঙ্গলের লালচুননুঙ্গা। এই আত্মঘাতী গোল করার জেরে ম্যাচে ০-১ গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল,এবং সেটা ম্যাচের শুরুতেই।দ্বিতীয়ার্ধে একেবারে শুরুতে গোল হজম করার পর ইস্টবেঙ্গল দল হয়তো ম্যাচের থেকে হারিয়ে যায়। এর ফলে আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে যায় লাল হলুদ শিবির।
রবিবার ম্যাচে মহেশ, ক্লিটন এবং জার্ভিস ছাড়া গোটা ইস্টবেঙ্গল দলকে খুব নিঃষ্প্রভ লেগেছে।ম্যাচের একেবারে শেষের দিকে ৮৭ মিনিটে চেন্নাইয়ান এফসির হয়ে গোল করেন রহিম আলী। সেটা ছিলো তার দলের হয়ে করা জয়সূচক গোল।গোটা ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলার ফল ভুগলো ইস্টবেঙ্গল।