Durand Cup: বিদেশি দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ISL টিম

Chennaiyin FC

ত্রিভুবন আর্মিকে (Tribhuvan Army) ৩-০ গোলে হারিয়ে চলতি বছরের ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। ফারুখ চৌধুরী, রহিম আলী ও রাফায়েল ক্রিভেলারোর গোলে সোমবারের ম্যাচে মেরিনা মাচান্স গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে। হায়দ্রাবাদ এফসির বিপক্ষে দুর্দান্ত জয়ের পরে, ওয়েন কোয়েল চেন্নাইয়িন এফসির প্রথম একাদশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। ম্যাচের শুরু থেকে আগ্রাসী মেজাজে দেখিয়েছিল ইন্ডিয়ান সুপার লীগের এই দলকে। খোলসে গুটিয়ে যেতে বাধ্য হয়েছিল নেপালের ত্রিভুবন আর্মি।

ম্যাচের ২২ তম মিনিটে ফারুখ চৌধুরী চেন্নাইয়ের দলটির হয়ে গোলের সূচনা করেন। এরপর রহিম আলী ৪০ তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। রাফায়েল ক্রিভেলারো ৮৪ তম মিনিটে চেন্নাইয়ানের পক্ষে জয় নিশ্চিত করেছিলেন। সেই সঙ্গে পাকা করলেন পরের পর্বে যাওয়ার টিকিট। চেন্নাইয়িন এফসি দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

   

চেন্নাইয়িন এফসি শুরু থেকেই হাই প্রেসার ট্যাকটিস নিয়ে খেলা শুরু করেছিল। যার ফলে নেপাল দলটি খেলায় ফিরে আসার কার্যত কোনো সুযোগ পায়নি এদিন। এই ফলস্বরূপ মাঝ মাঠের দখল পুরোপুরি চলে গিয়েছিল ভারতীয় ক্লাবের পক্ষে। প্রথম ১০ মিনিটের মধ্যেই তারা গোল করতে পারত। কনর শিল্ডস এবং ফারুখ চৌধুরীর দুর্দান্ত বোঝাপড়ার মাধ্যমে মাধ্যমে মেরিনা মাচানস ডেড লক ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল।

চেন্নাই ক্রমাগত ত্রিভুবন বক্সের ওপর চাপ বাড়িয়ে আক্রমণ করা জারি রেখেছিল। জর্ডান মারেকে পেনাল্টি এরিয়ায় মিডফিল্ডার সুদিল রাই ফাউল করেন। এরপর রহিম আলী সুযোগের সদ্ব্যবহার করে পেনাল্টি থেকে চেন্নাইয়িনকে ২-০ গোলে এগিয়ে দেন। লাইন আপকে সতেজ রাখার জন্য দারুণ কিছু পরিবর্তন আনেন ওয়েন কয়েল। লাগাতার চাপের মুখে একের পর এক ভুল করেছে নেপালের ত্রিভুবন আর্মি ফুটবল দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন