ব্রাদারিকের বদলে কাকে কোচ করতে চলেছে চেন্নাইন? দেখে নিন

New Coach Announcement: হিরো ইন্ডিয়ান সুপার লিগের ক্ষেত্রে অন্যতম সফল একটি ক্লাব অভিষেক বচ্চনের চেন্নাইন এফসি (Chennai)। একবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একাধিকবার টুর্নামেন্টের সেমিফাইনাল…

Head coach Owen Coyle

New Coach Announcement: হিরো ইন্ডিয়ান সুপার লিগের ক্ষেত্রে অন্যতম সফল একটি ক্লাব অভিষেক বচ্চনের চেন্নাইন এফসি (Chennai)। একবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একাধিকবার টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার রেকর্ড রয়েছে দক্ষিণের এই দলের। তবে বিগত কয়েক মরশুম ধরে একেবারেই ছন্দে নেই তাদের দল। গত ২০২২-২৩ মরশুম ও তার ব্যতিক্রম নয়। যারফলে, মরশুম শেষ হতেই তাদের দলের কোচ থমাস ব্রাদারিককে ছাঁটাই করার পরিকল্পনা নেয় তাদের ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই সেই কথা ঘোষণা করা হয় তাদের তরফে। তাহলে এবার কে হতে পারেন তাদের নতুন কোচ?

এই নিয়ে বিগত কয়েকদিন ধরেই দেখা দিয়েছিল একাধিক জল্পনা। প্রথম দিকে এই লড়াইয়ে একাধিক নাম উঠে আসলে ও বর্তমানে তাদের মধ্যে সবথেকে বেশি এগিয়ে রয়েছেন জামশেদপুর এফসি দলের প্রাক্তন কোচ ওয়েন কোয়েল (Head coach Owen Coyle)। বিশেষ সূত্র মারফত খবর, আগামী বেশ কয়েক মরশুমের জন্য এই তারকা কোচ কে সই করাতে চলেছে চেন্নাইন এফসি। শেষ মরশুমে তিনি স্কটল্যান্ডের কুইনস পার্ক দলের দায়িত্বে থাকলেও এবার তাকেই ফিরিয়ে আনতে চাইছে চেন্নাইন।

উল্লেখ্য, গত ১৯-২০ মরশুমে চেন্নাইন দলের হাল সামলেছেন এই স্কটিশ কোচ। তার দৌলতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল দল। এমনকি পরবর্তী মরশুমে জামশেদপুর কে লিগশিল্ড চ্যাম্পিয়ন করার ও অন্যতম কারিগরি ছিলেন তিনি। সেজন্য এই স্কটিশ ম্যানেজার কে ফিরিয়ে এনে নিজেদের ভাগ্য ফেরাতে চায় ক্লাব।

গত মরশুমের ক্ষেত্রে পারফরম্যান্স অনুযায়ী দেখলে মোট ২৮টি ম্যাচের দায়িত্ব সামলেছেন ব্রাদারিক। যারমধ্যে ৮ টি ম্যাচ ড্র করার পাশাপাশি ১০ টি জয় ও পরাজয়ের সাক্ষী থাকে চেন্নাইন। সেইসাথে দলের ফুটবলাররা ৫৩ টি গোল করলে ও ৫২ টি গোল হজম করার ও রেকর্ড রয়েছে। যা একেবারেই না পাসন্দ ম্যানেজমেন্টের। সেইজন্য ই মরশুম শেষ হতেই ছাঁটাই করা হয় তাকে।