এবার পোল্যান্ডের ক্লাবে যোগ দিতে পারেন ডুরান্ড জয়ী এই তারকা

এবার মরসুমের শুরুতে ডায়মন্ড হারবারকে পরাজিত করে দ্বিতীয়বার ডুরান্ড জয় করেছে নর্থইস্ট ইউনাইটেড। যেটা নিঃসন্দেহে বিরাট বড় চমক ছিল সকলের কাছেই। পরবর্তীতে অর্থাৎ দেশের সর্বভারতীয়…

northeast-united-chema-nunez-exit-durand-cup-isl-update

এবার মরসুমের শুরুতে ডায়মন্ড হারবারকে পরাজিত করে দ্বিতীয়বার ডুরান্ড জয় করেছে নর্থইস্ট ইউনাইটেড। যেটা নিঃসন্দেহে বিরাট বড় চমক ছিল সকলের কাছেই। পরবর্তীতে অর্থাৎ দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে ও ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল গ্ৰুপ পর্ব থেকেই। সেই ধাক্কা ভুলে আগামী দিনে আইএসএলে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নর্থইস্টের। তবে এসবের মাঝেই আইএসএল অনিশ্চয়তার জন্য দল ছেড়েছেন একাধিক ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন আলাদিন আজারাই থেকে শুরু করে চেমা নুনেজের মতো ফুটবলাররা।

Advertisements

যদিও লোন ডিলের মধ্যে দিয়ে অন্যত্র গিয়েছেন আলাদিন। তবে পারস্পরিক সম্মতিতে দল ছেড়েছেন চেমা। কিছুদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিল টানা দুইবারের ডুরান্ড কাপ জয়ীরা। যেখানে বলা হয়েছিল যে নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং মিডফিল্ডার চেমা নুনেজ পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে গেছেন। ক্লাব চেমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। যেটা কিছুটা হলেও হতাশ করেছে পাহাড়ের ফুটবলপ্রেমীদের। এবারের এই ডুরান্ড কাপে ছয়টি ম্যাচে একটি গোল কন্ট্রিবিউশন ছিল এই ফুটবলারের।এমনকি খেতাব জয়ের পর সুপার কাপে ও দারুন নজর কেড়েছিলেন তিনি।

   

যদিও গ্ৰুপ পর্বের পর আর এগোতে পারেনি জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু এবার কোথায় যোগ দিতে পারেন চেমা। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পোল্যান্ডের এক ফুটবল ক্লাবের নাম। সেটা এফকেএস স্টাল মিলেক। বর্তমানে পোল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের সতেরো নম্বরে রয়েছে এই ফুটবল ক্লাব। দল বদলের বাজারে কান পাতলে শোনা যাচ্ছে এবার সেখানেই হয়তো যোগ দিতে পারেন ডুরান্ড জয়ী এই ফুটবল তারকা।

তবে চেমার বিকল্প হিসেবে কাকে দলে টানে পাহাড়ের এই ফুটবল ক্লাব, সেটাই দেখার। যদিও এক্ষেত্রে ব্যাপকভাবে শোনা যাচ্ছে আইএসএল খেলা কোনও ফুটবলারকেই দলে টানতে পারে ম্যানেজমেন্ট।

Advertisements