রদ্রির (Rodri) শেষ মুহূর্তের গোলে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটি (Chelsea vs Man City) ১-১ গোলে ড্র করতে পেরেছে ইংলিশ প্রিমিয়ার লীগ (EPL) চ্যাম্পিয়নরা ১৫ মাসের মধ্যে ঘরের মাঠে প্রথম হার এড়ালেও, এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের ধারা অব্যাহত রেখেছিল সিটি৷
ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ ৯ ম্যাচে অপরাজিত থাকা পেপ গার্দিওলার দল ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে এবং আর্সেনালের চেয়ে দুই পিছিয়ে। তবে লিভারপুল ও আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলেছে ম্যান সিটি।
ম্যাচের ৪২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে চেলসির হয়ে রাহিম স্টার্লিং গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। সিটি ডিফেন্ডার কাইল ওয়াকারকে পরাস্ত করে গোলরক্ষক এডারসনকে মাটিতে ফেলে বল জালে জড়িয়েছেন স্টার্লিং।
৮৩ মিনিটে জোরালো শটে সমতায় ফেরান রদ্রি। এর আগে গোল করার মতো একাধিক সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। বিরতির পর চেলসির রক্ষণে আক্রমণের চাপ আরও বাড়িয়েছিল তারা। কিন্তু অপ্রত্যাশিত ভাবে এরলিং হালান্ড নিশ্চিত সুযোগ হাতছাড়া করেছেন। ফাঁকা জায়গা পেয়েও গোল করতে পারেননি তিনি। বল টার্গেটে রাখতে পারলে চেলসিকে সহজে হারাতে পারতো সিটি।
A Rodrigo rocket to share the spoils! 👊 pic.twitter.com/zOCAJPcTIo
— Manchester City (@ManCity) February 17, 2024
ম্যাচের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, “ভালো ম্যাচ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালো খেলেছি। প্রথমার্ধে আমরা আমাদের মতো করে খেলতে পারিনি। চেলসির মতো দলের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার জন্য দুটো অর্ধেই ভালো খেলা দরকার, কোনো একটি অর্ধে নয়।”