East Bengal: কুয়াদ্রাতের কারণে নিশ্চিত সমস্যা এড়াল মশালবাহিনী

এফসি গোয়ার বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলার জন্য ওড়িশা গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। হোম ম্যাচ হলেও অন্য রাজ্যের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। কোচ কার্লস কুয়াদ্রাত…

Carles Cuadrat

এফসি গোয়ার বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলার জন্য ওড়িশা গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। হোম ম্যাচ হলেও অন্য রাজ্যের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। কোচ কার্লস কুয়াদ্রাত জানিয়েছেন, তার সিদ্ধান্তেই ওড়িশায় হোম ম্যাচ খেলবে দল। তার এই সিদ্ধান্তের পিছনে থাকা কারণ স্পষ্ট করেছেন স্প্যানিশ কোচ।

ভুবনেশ্বরে হোম ম্যাচ খেলা প্রসঙ্গে কার্লস কুয়াদ্রাত বলেছেন, “ভুবনেশ্বরে খেলার সিদ্ধান্তটা আমার। কারণ, এই সিদ্ধান্ত না নিলে আমাদের এর পরে (ডিসেম্বরে) মুম্বই ও ওডিশা ম্যাচের মাঝখানে পড়ত ম্যাচটা। সেক্ষেত্রে ছ’দিনে তিনটে ম্যাচ খেলতে হত। সেক্ষেত্রে প্রথম ম্যাচে কোনও খেলোয়াড় চোট পেলে, তাকে হয়তো তিনটি ম্যাচেই পাওয়া যেত না।”

বাংলায় এখন দুর্গোৎসব। তার ওপর প্রতিবেশী রাজ্যে খেলতে গিয়েছে ইস্টবেঙ্গল। ওড়িশায় এখন যে খুব বেশি লাল হলুদ সমর্থককে গ্যালারিতে দেখা যাবে না কোচ সেটা জানেন। এ প্রসঙ্গে কুয়াদ্রাতের মন্তব্য, “সমর্থকদের জন্য আমার খুবই খারাপ লাগছে। এই ম্যাচটা ঘরের মাঠে খেলতে পারছি না আমরা। ঘরের মাঠে আমাদের প্রতিটি ম্যাচেই সমর্থকেরা আমাদের বাড়তি শক্তি জোগায়। কিন্তু ক্লাবের ভালর জন্যও তো আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়।”

কলকাতায় না হলেও অনেক সময় পশ্চিমবঙ্গের অন্য কোনো মাঠে ম্যাচ দেওয়া হয়েছে অতীতে। শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাব সম্প্রতি খুব সক্রিয় রয়েছে। সেখানেও খেলার অপশন ছিল। কিন্তু এখন পুজো। তাই কোচের কথায়, “আর একটা বিকল্প ছিল, শিলিগুড়ি। কিন্তু পুজোর জন্য সেটাও সম্ভব নয়। ভুবনেশ্বরে গিয়ে আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করব।”