রবিবার ইস্টবেঙ্গল এফসি JRD টাটা স্পোটর্স কমপ্লেক্সে খেলতে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। তার আগে জামশেদপুরের মাটিতে ইস্টবেঙ্গল নিজেদের শেষ প্র্যাকট্রিস সেশন সেরে ফেলেছে।
শনিবার ইস্টবেঙ্গল এফসির টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে লাল হলুদ ফুটবলার চ্যারিস কিরিয়াকুকে দেখা গিয়েছে মুখে এক বিশেষ ধরনের মাস্ক পড়ে প্র্যাকট্রিস করতে।
ঘুরে দাঁড়ানো লড়াইর মুখে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। রবিবারের খেলার আগে লাল হলুদ ফুটবলার চ্যারিস কিরিয়াকুর এই ছবি নিঃসন্দেহে ভক্তদের অনেকটাই স্বস্তি এনে দেবে। ভ্রু’তে সেলাই হয়েছিল কিরিয়াকুর।এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।
এরফলে জামশেদপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যারিস কিরিয়াকুর খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে।