Home Sports News AFC Cup: যুবভারতীতে হচ্ছে না মোহনবাগানের ম্যাচ

AFC Cup: যুবভারতীতে হচ্ছে না মোহনবাগানের ম্যাচ

salt lake stadium

বদলে গেল ম্যাচের ভেন্যু। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে না গুরুত্বপূর্ণ ম্যাচ। ওড়িশার মাঠে খেলতে যাবে মোহন বাগান সুপার জায়ান্ট।
AFC কাপের (AFC Cup ) ম্যাচকে কেন্দ্র করে শুরু থেকেই জল্পনা চলছিল। দুর্গা পুজোর সময় বাগানের AFC কাপের ম্যাচ পড়েছে। প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস। কিংসের এটি অ্যাওয়ে ম্যাচ। আয়োজক দল মোহন বাগান সুপার জায়ান্ট। কিন্তু দুর্গা পুজোর সময় কলকাতায় ম্যাচ আয়োজন করা এক প্রকার অসম্ভব হয়ে দেখা দিয়েছিল। কারণ নিরাপত্তা। পুজোর ভিড় সামলে প্রশাসন কতটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে সে ব্যাপারে ছিল সংশয়।

Advertisements

পুজোর সময় ম্যাচ আয়োজনের সমস্যার কথা বসুন্ধরা কিংস এবং AFC কর্তৃপক্ষকে জানিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। বিকল্প হিসেবে একাধিক পথ ভাবা হয়েছিল- ২৪ অক্টোবরের বদলে অন্য কোনো দিন ম্যাচ, ওই দিন হোম ম্যাচ খেলার বদলে অ্যাওয়ে ম্যাচ, নয়তো মাঠ বদল। শেষ পর্যন্ত মাঠ বদলে পড়েছে সিলমোহর।

   

হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের তারিখ বদল করে নেওয়ার জন্য বসুন্ধরা কিংসের কাছে আবেদন করেছিল বাগান। মানে বসুন্ধরার হোম ম্যাচের দিন অ্যাওয়ে ম্যাচ, অ্যাওয়ে ম্যাচের দিন হোম ম্যাচ। বাংলাদেশের ক্লাব তাতে রাজি হয়নি বলে জানা গিয়েছিল। AFC কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য বাগানকে পরামর্শ দিয়েছিল কিংস। শেষ পাওয়া খবর অনুযায়ী ২৪ অক্টোবরেই ম্যাচ হচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের বদলে বল গড়াবে কলিঙ্গ স্টেডিয়ামে।

Advertisements