Sandesh Jhingan: জোরাল হচ্ছে সন্দেশের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা

Sandesh Jhingan
Sandesh Jhingan

এটিকে মোহনবাগানের সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে একাধিক ক্লাবের সাথে নাম জড়িয়েছে তারকা ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan)। আছে কিছু বিদেশি ক্লাবের প্রস্তাব’ও।ঝিঙ্গান’কে দলে পেতে আসরে পেতে আগ্রহ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গল’ও।

সূত্রের খবর অনুযায়ী লাল হলুদ ক্লাবের তরফে এখনও অবধি ঝিঙ্গান’কে পাঠানো শেষ প্রস্তাব পছন্দ হয়েছে সংশ্লিষ্ট ফুটবলারের।এবার শেষ অবধি এই চুক্তি বাস্তবায়িত হতে পারে কিনা,এখন সেটাই দেখার বিষয়।

   

আরও পড়ুন: Sandesh Jhingan : সত্যি হল সন্দেশ ঝিঙ্গান-জল্পনা

এদিকে পেরোসোভিচের ইস্টবেঙ্গলে খেলতে আসার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছেন না।গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দারুণ ইতিবাচক ফুটবল খেলেছিলেন ক্রোয়েশিয়ার Antonio Perošević।লাল হলুদ ব্রিগেডের হয়ে ১৪ টি ম‍্যাচ খেলেছিলেন ইনি।করেছিলেন ৪ টি গোল।ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার’কে কি আগামী মরশুমে ফের আরেকবার লাল হলুদ জার্সিতে দেখা যাবে, সমর্থক’দের মনে সেই প্রশ্ন উঁকি দিচ্ছিলো সম্প্রতি।

এমন সময় শোনা যাচ্ছে আগামী মরশুমে তিনি কোথায় খেলবেন, সেই বিষয়ে এখনও কোনও স্থায়ী সিদ্ধান্তে আসতে পারেননি এই ক্রোয়েশিয়ার ফুটবলার।এবার ইস্টবেঙ্গলে তিনি ফেরেন কিনা,এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন