দিন দুয়েক পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হবে ভারত। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফুটবল ম্যাচ। পাশাপাশি পরবর্তী এশিয়ান কাপে কোয়ালিফাই করতে ও দরকার জয়। কিন্তু সেখানেই শেষ নয়। এই কুয়েত ম্যাচেই শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে অধিনায়ক সুনীল ছেত্রীকে (Sunil Chhetri)। যারফলে, এই ম্যাচ দেখার জন্য বাড়তি উন্মাদনা রয়েছে সমর্থকদের মধ্যে। অনলাইন মাধ্যমে এই ম্যাচের টিকিট ছাড়া হলে তা শেষ হয়ে গিয়েছে নিমেষেই।
আসলে সুনীল ছেত্রীর এই ম্যাচের সাক্ষী হতে চায় সকলেই। সেইজন্য বিশেষ পরিকল্পনা রয়েছে সকলের। গত মাসের মাঝামাঝি সময় এই ম্যাচ নিয়ে একাধিক পরিকল্পনার কথা শোনা গিয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। ম্যাচের দিন গ্যালারিতে সুনীল ছেত্রীর মুখোশ প্রদানের পাশাপাশি তার উদ্দেশ্য একটি বৃহৎ পোস্টার তৈরির কথা শোনা গিয়েছিল অনেক আগেই।
এছাড়াও শোনা গিয়েছিল ম্যাচ শেষে এই তারকাকে গোটা মাঠ প্রদক্ষিণ করানোর কথা। কিন্তু সেখানেই শেষ নয়। সুনীল ছেত্রীর এই অন্তিম ম্যাচকে কেন্দ্র করে আরো একাধিক পরিকল্পনা রয়েছে আইএফএ’র তরফ থেকে।
সম্পূর্ণভাবে তা এখনো সামনে না আসলেও এবার উঠে আসল এক নয়া পরিকল্পনার কথা। জানা যাচ্ছে, আসন্ন ভারত-কুয়েত ম্যাচে সুনীল ছেত্রীকে সম্মান জানিয়ে ড্রোনের মাধ্যমে পুষ্প বৃষ্টির আয়োজন করতে চলেছে ফেডারেশন। পাশাপাশি তাকে সম্বর্ধনা জানানোর জন্য থাকছে আরো একাধিক ব্যবস্থাপনা।