পুরনো জটে আটকে বাংলার ফুটবল

Calcutta Football League

এবারের কলকাতা ফুটবল লীগকে কেন্দ্র করে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছিল। বিদেশি ফুটবলারবিহীন লীগে উত্তেজনার কোনো অভাব ছিল না। চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন দলের নাম। লীগ কিন্তু পুরোপুরি শেষ হয়নি। শেষের মুখে পুরনো জট।

কলকাতা ফুটবল লীগ বাতিল হয়ে গেল মোহন বাগান সুপার জায়ান্টের আরও একটা ম্যাচ। ভবানীপুর মোহন বাগানকে কয়েক ওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবানীপুরের পক্ষ থেকে ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। তৃতীয় ডিভিশনের আই লীগ চলছে, অনুশীলনের মধ্যে নেই কলকাতা ফুটবল লীগ খেলা ক্লাবের মূল দল। ম্যাচ খেলা হবে কী করে? প্রশ্ন ছিল ভবানীপুরের।

   

কলকাতা ফুটবল লীগ শেষ হতে না হতেই একাধিক ক্লাব থেকে উঠে যেতে শুরু করে রুটিন মাফিক অনুশীলন। লাইম লাইটে আসতে শুরু করা বহু ফুটবলাররা ফের হারিয়ে যেতে শুরু করেন। পরিকাঠামো, নিয়ম মেনে অনুশীল নের অভাব ইত্যাদি বাংলার ফুটবলে আজকের বিষয় নয়। কলকাতা ময়দানের তিন প্রধান ছাড়া এই সমস্যায় জর্জরিত শহর তথা রাজ্যের বহু ক্লাব। সেই সমস্যায় সুরাহা যে আজও হয়নি তার প্রমাণ ভবানীপুরের ওয়াক ওভার দেওয়ার সিদ্ধান্ত।

প্রতিভা আসবে যাবে, পরিকাঠামো যথাযথ না থাকলে টিকবে কী করে? ২০২৩ সালেও পাওয়া গেল প্রশ্নের উত্তর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন