মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ট্রায়ালে দেখে নিচ্ছে আরো দুই বিদেশি ফুটবলারকে। মরশুম শুরু হয়েছে, এর পর যে কোন দল ট্রায়ালে নতুন কাউকে দেখে নিতেই পারে। ভারতীয় ফুটবলের এই জিনিসটা একেবারেই নতুন তেমনটা কিন্তু নয়। আসলে সাম্প্রতিক সময়ে মরসুম শুরু হওয়ার পর এই ট্রায়াল ব্যাপারটা খুব একটা দেখেননি ইন্ডিয়ান সুপার লিগ খেলা কলকাতার দুই ক্লাবের সমর্থকরা।
জল্পনা আরো বৃদ্ধি পেয়েছে যখন প্রকাশ্যে এসেছে ট্রায়ালে থাকা দুই বিদেশি দিমি পেত্রতোসের ভাই। মোহন বাগান সুপার জায়ান্ট যে ব্যাকআপ হিসেবে বিদেশি ফুটবল রাখতে চাইছে সে সম্ভাবনার কথা আগে ধরা দিয়েছিল। সম্প্রতি কেউ কেউ দাবি করেছেন মাঝে মাঠে বক্স টু বক্স মিডফিল্ডার জনি কাউকোর সঙ্গে ক্লাবের সম্পর্ক এখনও ছিন্ন হয়নি।
মাঠে ফেরার জন্য মরীয়া চেষ্টা করছেন জনি। শোনা গিয়েছিল, বর্তমান স্কোয়াডের কোনো ফুটবলারের পারফরম্যান্স যদি বাগান ম্যানেজমেন্টের মনের মতো না হয় তাহলে সবুজ মেরুন জার্সি পরার আরও একটা সুযোগ ফিনল্যান্ডের তারকার সামনে আসতে পারে। তাছাড়া AFC কাপের কথা মাথায় রেখে স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় রাখতেই পারে মোহন বাগান সুপার জায়ান্ট।
এশিয়ান প্রতিযোগিতায় অতিরিক্ত বিদেশি খেলানো যায়। ইন্ডিয়ান সুপার লীগে বিদেশি ফুটবলার খেলানোর সংখ্যা কম। রেজিষ্টার না করিয়ে দলের সঙ্গে অতিরিক্ত ফ্রি ফুটবলার ক্লাব রাখতেই পারে। প্রয়োজন বুঝে পরে চূড়ান্ত সই।