নিঃশব্দে নিজের কাজটা করে চলেছেন সঞ্জীব মন্ডল (Sanjib Mondal)। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পাঁচ গোল দিয়েছে ইউনাইটেড স্পোর্টস। হ্যাটট্রিক করেছেন সুব্রত মুর্মু। তবুও উজ্জ্বল মাঝমাঠের সঞ্জীব মন্ডল। গোল না করেও।
আরও পড়ুন: CFL : আট গোলের ম্যাচে হ্যাটট্রিক করলেন সুব্রত মুর্মু
ইউনাইটেড স্পোর্টসের প্রায় ঘরের ছেলে হয়ে উঠেছেন সঞ্জীব মন্ডল। দলের চালনা শক্তি থাকে তাঁর কাছে। মাঝমাঠে বল সাপ্লাই থেকে শুরু করে রক্ষণে সাহায্য করা, সবেতেই একজন দক্ষ নেতার মতো খেলেন সঞ্জীব। ক্লাবের পক্ষ থেকেও তাই তাঁকে নিয়ে কিছু কথা বলা হয়েছে আলাদা করে।
আরও পড়ুন: CFL: এবার রেডিওতে ধারাবিবরণী শোনা যাবে কলকাতা লিগের
সামাজিক মাধ্যমে সঞ্জীব সম্পর্কে ইউনাইটেড স্পোর্টস ক্লাব লিখেছে, ” ডিপ ডিফেন্স থেকে বল কালেকশন, প্রয়োজনে সাইড ব্যাক এর সাথে খেলে নেওয়া , মাঝমাঠে একদম খেলার গতি নিয়ন্ত্রণ ,কিংবা হঠাৎ করেই খেলা সুইচ করানো বা নিখুঁত ফ্রি কিক.. ফুটবল ব্যাকরণ এর সমস্ত কিছুই যেনো বেশ খুঁটিয়ে পড়েছে নানু…।”
আরও পড়ুন: Eldhose Paul: ঠাকুমা না-থাকলে ভারতের হয়ে হয়তো ইতিহাস গড়তে পারতেন না এই তরুণ
“ছোট্ট ছোট্ট ট্রায়াঙ্গেল ক্রিয়েশন, ছোট্ট টার্ন নিয়ে ঘুরে যাওয়া, হালকা শোল্ডার চেক করে প্রতিপক্ষকে মেপে নিয়ে সেই মতো ফরওয়ার্ড রিসিভ.. এবং সর্বোপরি নেতৃত্ব দানের ক্ষমতা… এই ছেলের কাছে যেন ফুটবল দেবতা বলকে নিয়ন্ত্রণ করার একটু বেশি সময় দেন।”