CFL: অপেক্ষার অবসান, অনলাইনে মিলছে ডার্বির টিকিট

দিন দুয়েক পরেই কলকাতা লিগের (CFL) ডার্বি ম্যাচ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। কয়েক সপ্তাহ ধরেই এই ম্যাচকে…

kolkata derby

দিন দুয়েক পরেই কলকাতা লিগের (CFL) ডার্বি ম্যাচ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। কয়েক সপ্তাহ ধরেই এই ম্যাচকে কেন্দ্র করে চরম উন্মাদনা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। মরসুমের এই প্রথম ডার্বিতে জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর দুই শিবির। সেইমতো অনুশীলন করছেন দলের ফুটবলাররা। সায়ন ব্যানার্জীর দিকে যেমন নজর থাকবে লাল-হলুদ সমর্থকদের, একইভাবে সবুজ-মেরুন সমর্থকদের নজর থাকবে সুহেল ভাটের দিকে।‌

গত সোমবার এই ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে জারি হয়েছিল নির্দেশিকা। সেখানেই উল্লেখ ছিল টিকিটের মূল্যের। অবশেষে বুধবার থেকেই শুরু হল কলকাতা লিগের এই ডার্বি ম্যাচের টিকিট বিক্রি। আপাতত অনলাইন থেকে সমর্থকরা সংগ্রহ করতে পারবেন এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট। পেটিএম ইনসাইডারের মাধ্যমে সংগ্রহ করা যাবে টিকিট। এক্ষেত্রে ‘এ ওয়ান’, ‘এ টু’ লেফট সহ ‘সি ওয়ান’, ‘সি টু’, ‘সি থ্রি’ লেফট ধার্য করা হয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য। পাশাপাশি ‘বি ওয়ান’, ‘বি টু’, ‘বি থ্রি’ পুরোটাতেই বসতে পারবেন সবুজ-মেরুন সমর্থকরা। সেইসঙ্গে বাম দিকের ভিআইপি ও ভিভিআইপি সিট গুলিও সংরক্ষিত হয়েছে এই প্রধানের জন্য।

   

অপরদিকে ‘ডি ওয়ান’, ‘ডি টু’, ‘ডি থ্রি’ সম্পূর্ণ রাখা হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। পাশাপাশি ‘এ ওয়ান’, ‘এ টু’ রাইট ও ‘সি ওয়ান’, ‘সি টু’, ‘সি থ্রি’ রাইটে লাল-হলুদ সমর্থকদের বসার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে ডান দিকের ভিআইপি ও ভিভিআইপি রাখা হয়েছে এই সমর্থকদের জন্য। যতদূর খবর, সময় এগোনোর সাথে সাথেই ঝড়ের বেগে বিকোচ্ছে এই ম্যাচের টিকিট। মরশুমের প্রথম ডার্বিতে দলের জয় দেখতে মরিয়া, লাল-হলুদ সমর্থকরা। অপরদিকে কলকাতা লিগে এবার প্রথম জয় পেতে চাইছে মোহনবাগানের ছোটরা। সেক্ষেত্রে তাদের টার্গেট এই ডার্বি ম্যাচ।

বলাবাহুল্য, কলকাতা ফুটবল লিগের শুরুটা মোটেও ভালো হয়নি ডেগি কার্ডোজোর ছেলেদের। ভবানীপুর ক্লাবের পাশাপাশি রেনবো এফসির কাছে আটকে যেতে হয়েছে টাইসন সিংদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। অন্যদিকে গত দুই ম্যাচে অভূতপূর্ব পারফরম্যান্স থেকেছে বিনো জর্জের ছেলেদের। সেই ধারা বজায় রাখার লড়াইয়ে এবার ডার্বিতে নামছে আদিত্য পাত্র’রা। শোনা যাচ্ছে, এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারদের।

মাঠে নামানো হতে পারে সার্থক গোলোই থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী ও মহম্মদ রাকিপদের। আন্তর্জাতিক টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামার আগে তাদের দেখে নিতে চাইছেন লাল-হলুদের সিনিয়র দলের কোচ।