হতাশায় ছেড়েছিলেন ইস্টবেঙ্গল, CFL-এ ১০ গোল করা সাগর এবার পুলিশে

কলকাতা ফুটবল লিগের (CFL) নতুন মরসুম আসন্ন। নিজেদের প্রমাণ করার জন্য আরো মাঠে নামতে চলেছেন এক ঝাঁক ফুটবলার। পুলিশ এসির হয়ে গোল করার জন্য তৈরি…

CFL Sagar Kumar Khamaru,

কলকাতা ফুটবল লিগের (CFL) নতুন মরসুম আসন্ন। নিজেদের প্রমাণ করার জন্য আরো মাঠে নামতে চলেছেন এক ঝাঁক ফুটবলার। পুলিশ এসির হয়ে গোল করার জন্য তৈরি সাগর কুমার খামারু (Sagar Kumar Khamaru)।

   

East Bengal: একসঙ্গে একাধিক সই সংবাদ দেবে ইস্টবেঙ্গল!

কলকাতা ফুটবল লিগ থেকে তুলে দেওয়া হয়েছে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম। যার ফলে প্রথম একাদশে আরো বেশি করে সুযোগ পাচ্ছে বাংলার ছেলেরা। বিদেশি স্ট্রাইকার না থাকলেও কলকাতা ফুটবল লিগের উত্তেজনা কমেনি। হয়েছে প্রচুর গোল। সাগর নিজে করেছেন ১০ গোল,তিনবার হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ। গতবার সিএফএল খেলেছিলেন ইস্টার্ন রেলের হয়ে। এবার খেলবেন পুলিশ এসির হয়ে। সাগর জানিয়েছেন, লিগে ১৮ ম্যাচ খেলে করেছিলেন দশ গোল. টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ছিলেন তৃতীয় নম্বরে।

প্রায় ৬-৭ বছর কলকাতা ফুটবল লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে সাগর কুমার খামারুর। কলকাতার একাধিক নামী ক্লাবের হয়ে খেলেছেন। সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলে। সাগর জানিয়েছেন পুলিশ এসি, উয়াড়ি, কালীঘাট মিলন সঙ্ঘ, সার্দান সমিতির হয়ে খেলেছেন। এছাড়াও মাঠে নেমেসিলেন মদন মহারাজের হয়ে। ইস্টবেঙ্গল যোগ দিয়েছিলেন ২০২২ সালে।

CFL: দুয়ারে খাবার ডেলিভারি করে মাঠ কাঁপাতে প্রস্তুত সুজয়

কলকাতার বড় দলের হয়ে খেলা বাংলার যে কোনো ফুটবলারের কাছে স্বপ্ন। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে সুযোগ পেয়ে সাগর নিজেও উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু মাঠে নামার সুযোগ মেলেনি। অগত্যা ইস্টবেঙ্গল ক্লাবকে বিদায়।

ইস্টবেঙ্গল ছাড়ার পর হতাশায় খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন সাগর। শুরু করেছিলেন জলের ব্যবসা। কোচ প্রশান্ত চক্রবতী তাঁকে নিয়ে যান ইস্টার্ন রেলে। রেলের হয়ে খেলে দশ গোল করেন সাগর, ঘুরে দাঁড়ান নতুন করে। আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন পুলিশ হয়ে। পরের লক্ষ্য বাংলার হয়ে খেলা।