একের পর এক সই। বিগত কয়েক দিন একাধিক ফুটবলারের সঙ্গে সই হওয়ার খবর জানিয়েছে রেলওয়ে ফুটবল ক্লাব। যার ফলে কলকাতা ফুটবল লিগ (CFL) শুরু হওয়ার আগে আরও মজবুত হল রেলওয়ে ফুটবল ক্লাবের স্কোয়াড।
গতবারের লিগে সকলকে চমকে দিয়েছিল রেলওয়ে। খেতাবের খুব কাছে পৌঁছে গিয়েছিল দল। এবারেও পুরানো সেই ফর্ম ধরে রাখতে চাইছে তারা। তাই গোল গঠনে কোনও ত্রুটি রাখতে চাইছেন না কর্তারা। তারকা ফুটবলার খুব বেশি না থাকলেও, প্রতিভার ছড়াছড়ি রেলের স্কোয়াডে।
জুলাইয়ের ১৭ তারিখে রাইট ব্যাক সুকুমার কার্জির সঙ্গে সইয়ের কথা জানিয়েছিল রেল। পরের দিন ১৮ জুলাই আরও একজন ফুটবল নিশ্চিত হলেন দলে। রেলওয়েতে যোগ দিলেন গোলরক্ষক ধর্মেন্দ্র গুরু। ২০ ও ২২ জুলাইয়েও রেলের পক্ষ থেকে পাওয়া গেল সই সংবাদ, এই দুই দিলে দলে যোগ দিলেন যথাক্রমে রাইট ব্যাক সঞ্জীব চ্যাটার্জী এবং রাইট উইঙ্গার ইয়াসির আলি।
সব মিলিয়ে বিগত কয়েক দিনে রক্ষণভাগে তিনজন ফুতব্লারকে নিশ্চিত করেছে রেলওয়ে ফুটবল ক্লাব। যার মধ্যে দু’জন সাইড ব্যাক, একজন গোলরক্ষক। এছাড়াও মাঝমাঠের একজন উইঙ্গার। আধুনিক ফুটবলে উইং বরাবর খেলার চল প্রায়শই চোখে পড়ে। উইং বরাবর দৌড় দিয়ে বিপক্ষের বক্সের দিকে ঢুকে পড়া কিংবা ক্রস বাড়িয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে গোল তুলে নেওয়া। উল্টো দিকের দলকে ঘায়েল করতে এই পরিকল্পনা অনেক দল নিয়ে থাকে। রেলওয়েও সেই পথে চলতে পারে।