CBSE: প্রকাশিত ফলাফল, পাশের হারে এগিয়ে গেল মেয়েরা

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। পড়ুয়ারা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এ বছর মোট ৯২.৭১ শতাংশ পড়ুয়া…

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। পড়ুয়ারা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন।

বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এ বছর মোট ৯২.৭১ শতাংশ পড়ুয়া সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সিবিএসই বোর্ডের দ্বাদশ পরীক্ষায় এবছর দ্বাদশের পরীক্ষায় ১৪ লক্ষ ৪৪ হাজার ৩৪১ লক্ষ ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছিল। যার মধ্যে মাত্র ১৪ লাখ ৩৫ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এসব পড়ুয়ার মধ্যে ১৩ লাখ ৩০ হাজার ৬৬২ জন পড়ুয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবারও মেয়েদের পাশের হার সবথেকে বেশি। 

   

এ বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ত্রিবান্দ্রম অঞ্চল ৯৮.৮৩ শতাংশ নিয়ে এক নম্বরে রয়েছে। যেখানে প্রয়াগরাজ অঞ্চল ৮৩.৭১ শতাংশ নিয়ে সর্বশেষে এসেছে।

তিরুঅনন্তপুরম ত্রিবান্দ্রম- 98.83%
বেঙ্গালুরু- 98.16%
চেন্নাই- 97.79%
দিল্লি পূর্ব- 96.29%
দিল্লি পশ্চিম- 96.29%
আজমের- 96.01%
চণ্ডীগড়- 95.98%
পঞ্চকুলা- 94.08%
গুয়াহাটি- 92.06%
পাটনা- 91.20%
ভোপাল- 90.74%
পুনে- 90.48%
ভুবনেশ্বর- 90.37%
নয়ডা- 90.27%
দেরাদুন- 85.39%
প্রয়াগরাজ- 83.71%