CFL : কলকাতা ফুটবল লিগে ফের দেখা যেতে পারে মোহন-ইস্ট ডার্বি

Calcutta League

মোহনবাগান কার্যকরী কমিটির বৈঠকে নেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যার মধ্যে অন্যতম সভাপতির পদে টুটু বসুকে নির্বাচন করা। এছাড়াও আগামী বছর কলকাতা লিগের (CFL) ম্যাচের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ।

কলকাতা ফুটবল লিগে মোহনবাগান (Mohun Bagan) শেষবার খেলেছিল ২০১৯-২০ মরশুমে। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ম্যাচ হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কোনও পক্ষই গোল করতে পারেনি।

   

এরপর ঘরোয়া লিগে আর দল নামায়নি সবুজ মেরুন ব্রিগেড। ইন্ডিয়ান সুপার লিগকে পাখির চোখ করেছিল এটিকে মোহন বাগান। ইস্টবেঙ্গল আইএসএলে যোগ দেওয়ার পর মুখোমুখি হয়েছিল দুই দল।

বুধবার বাগান তাঁবুতে বৈঠক শেষে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন যে কলকাতা লিগের ম্যাচ তাঁরা নিজেদের মাঠেই খেলতে চান। তার জন্য পরিকাঠামো ও মাঠ তৈরীর কাজ চলছে। অর্থাৎ আগামী মরশুমে কলকাতা ফুটবল লিগে দল নামানোর চেষ্টায় রয়েছে মোহন বাগান।

একই সঙ্গে প্রশ্ন উঠেছিল এটিকে প্রসঙ্গে। মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরবে কি না সে ব্যাপারে। তিনি বলেছেন, “বিষয়টি আলোচনার স্তরে আছে। আশাকরি সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুত।”

অন্য দিকে ব্যর্থতা কাটিয়ে ইস্টবেঙ্গলও ছন্দে ফিরতে মরিয়া। ঘরোয়া টুর্নামেন্টের কথা মাথায় রেখে ইতিমধ্যে দল গড়ার কাজ অনেকটা এগিয়ে রেখেছেন ক্লাব কর্তারা। বেশ কিছু বাঙালি ফুটবলার নিশ্চিত করেছেন তাঁরা। সবকিছু ঠিকঠাক চললে আগামী মরশুমে কলকাতা ময়দানে ফিরে আসতে পারে ডার্বির চেনা আমেজ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন