CFL: পরাজয়ের জন্য খেলোয়াড়দের দুষলেন মহামেডান কোচ

গত তিনটি মরশুমে দাপটের সাথে কলকাতা লিগ (CFL) চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এই বছর ও সেই ধারা বজায় রাখার লক্ষ্যে অভিযান শুরু…

Mohammedan SC Coach Hakim Ssengendo

গত তিনটি মরশুমে দাপটের সাথে কলকাতা লিগ (CFL) চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এই বছর ও সেই ধারা বজায় রাখার লক্ষ্যে অভিযান শুরু করেছিল সাদা-কালো শিবির। প্রথম ম্যাচে উয়ারী অ্যাথলেটিকের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ময়দানের এই তৃতীয় প্রধান। কিন্তু খিদিরপুর ম্যাচ থেকেই আটকে যেতে হয় তন্ময় ঘোষদের।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পুরো পয়েন্ট সংগ্রহ করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। শুক্রবার এই ম্যাচে কালীঘাট এমএসের কাছে পরাজিত হতে হয় হাকিম সেগেন্ডোর ছেলেদের। সজল বাগ থেকে শুরু করে ইসরাফিল দেওয়ানের মতো ফুটবলারদের সহজেই টেক্কা দিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষ দল। ঘরের মাঠের এই পরাজয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।

   

এক্ষেত্রে কোচের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। যার আভাস মিলেছে ক্লাব কর্তাদের তরফ থেকে। কিন্তু তবুও দলের এই পরাজয়ের ক্ষেত্রে ফুটবলারদের দিকেই আঙুল তুললেন জুনিয়র দলের কোচ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই ফলাফল কখনোই আশা করা যায়নি। ম্যাচের প্রথমার্ধে ফুটবলারদের মধ্যে প্রচেষ্টার কিছুটা অভাব লক্ষ্য করা গিয়েছে। বেশকিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলায় দলের ফুটবলারদের মধ্যে গোল করার যে উদ্যম দেখা গিয়েছিল, প্রথমার্ধে তার যথেষ্ট অভাব ছিল। সবকিছু নজরে রেখেই পরবর্তী ম্যাচ খেলতে নামবে ছেলেরা।’

আগামী ৯ই জুলাই আর্মি রেডের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। তৃতীয় ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই রেড রোডের এই ফুটবল ক্লাবের।