আপাতত বাতিল ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসির ম্যাচ, কবে হবে এই খেলা?

সপ্তাহ কয়েক আগেই শেষ হয়েছে কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ পর্বের খেলা (CFL match)। যেখানে প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) থেকে…

East Bengal vs Diamond Harbor FC Match

সপ্তাহ কয়েক আগেই শেষ হয়েছে কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ পর্বের খেলা (CFL match)। যেখানে প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) থেকে শুরু করে ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbor FC) মত ক্লাব। যারফলে অনায়াসেই তাঁরা সুযোগ করে নিয়েছে টুর্নামেন্টের সুপার সিক্সে। সেখানে ও অনবদ্য ছন্দে ধরা দিয়েছে এই দুই শক্তিশালী ক্লাব। গত কয়েক ম্যাচে অনবদ্য দাপট থেকেছে বিনো জর্জ ও কিবু ভিকুনার ছেলেদের। সুপার সিক্সের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে ক্যালকাটা কাস্টমসকে পরাজিত করেছে লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে নিউ আলিপুর সুরুচি সংঘের ম্যাচে ও বজায় থেকেছে সেই ধারা।

আরও পড়ুন: IPL2025: আশঙ্কায় বৈভব! এই তিন বোলারকে দলে নিতে প্রস্তুত কেকেআর 

   

তবে গত ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করতে হলেও এখন ঘুরে দাঁড়ানোর লড়াই ময়দানের এই প্রধানের। অপরদিকে গত ম্যাচে বিরাট বড় ব্যবধানে ক্যালকাটা কাস্টমসকে পরাজিত করেছে রাজু গাইকোয়াডের ডায়মন্ড হারবার। বলতে গেলে সিএফএল জয়ের ক্ষেত্রে বর্তমানে ইস্টবেঙ্গলের পাশাপাশি অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে কিবু ভিকুনার ছেলেরা। যারফলে আগামী ২৫শে সেপ্টেম্বরের ম্যাচের দিকে নজর ছিল সকলের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই দলের।

আরও পড়ুন: ভাই-বোনের দাপটে দাবায় জোড়া সোনা জিতে ‘ইতিহাস’ ভারতের 

তবে গত কয়েকদিন ধরেই এই ম্যাচের আয়োজন ঘিরে দেখা দিয়েছিল ধোঁয়াশা। আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলার দল হিসেবে তৃতীয় ডিভিশন আইলিগের ফাইনাল রাউন্ড খেলছে ডায়মন্ড হারবার এফসি। যারফলে সেইদিন তাঁদের সিএফএল ম্যাচ খেলা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। সেই নিয়েই বিশেষ চিঠি প্রদান করা হয় বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে। সেই অনুযায়ী এবার বাতিল করা হয়েছে আগামী ২৫শে সেপ্টেম্বরের ম্যাচ।

আরও পড়ুন: ব্যাটে-বলে চরম ব্যর্থ ! তবে কি সাকিবকে ছাড়াই টেস্ট খেলবে বাংলাদেশ? 

এছাড়াও আগামী ২৮ সেপ্টেম্বর বারাকপুর স্টেডিয়ামে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলার কথা ছিল জবি জাস্টিনদের। আইএফএ এর নির্দেশে সেটিকে ও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ফেডারেশনের তরফে ঘোষণা করা হবে এই দুইটি ম্যাচের পরিবর্তিত দিনক্ষণ।