কবে শুরু হতে চলেছে কলকাতা লিগের (CFL) প্রিমিয়ার ডিভিশন। সেই সম্পর্কে এখনও কোনও স্থায়ী সিদ্ধান্তে আসতে পারেনি আইএফএ।ইতিমধ্যে এই বিষয় এবং আইএফএ’র অফিসে উপস্থিত হয়েছিল কলকাতা লিগেঈ প্রিমিয়ার ডিভিশন এ এর দলগুলি। সেখানে অবনমন এবং লিগের লটারি নিয়ে আলোচনা হয়েছে।
Advertisements
আলোচনা শেষে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন ২ রা আগষ্ট থেকে লিগ শুরু’র পরিকল্পনা আছে।খুব দ্রুততার সাথে এবিষয়ের কাজ সারছে আইএফএ।কারণ তারা চাইছেন ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়ার ডিভিশন শেষ করতে।তবে অবনমন এবছর’ও থাকছেনা।
Advertisements
প্রথম রাউন্ডে রাউন্ড রবিন ফর্ম্যাটে ১১ টি দল নিয়ে খেলা হবে।তারপর প্রথম রাউন্ড থেকে শীর্ষ তিন দল ও এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে নিয়ে হবে চ্যাম্পিয়ানশিপ পর্বের খেলা।সেই পর্বের চ্যাম্পিয়ান দল জিতবে লিগ।