মনে আছে জিতেন মুর্মুর (Jiten Murmu) কথা? এক সময় তিনি কলকাতার বড় ক্লাবে খেলেছেন। মাঝে হারিয়ে গিয়েছিলেন প্রায়। আবার ফিরে এসেছেন। নতুন মরসুমে প্রতিপক্ষের জাল কাঁপানোর জন্য তিনি প্রস্তুত হচ্ছেন।
অন্যান্যবারের মতো এবারেও এক তারকা খচিত দল গড়েছে ভবানীপুর ক্লাব। কলকাতা ময়দানের বহু পরিচিত মুখ খেলবেন নীল রঙের জার্সিতে। জিতেন মুর্মু তাঁদের মধ্যে হয়তো একজন হতে চলেছেন।
নতুন মরসুম হওয়ার আগে অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই তিনি রয়েছেন। ফুটবল, অনুশীলন এসবের বাইরে তিনি ভিডিও তৈরি করছেন। ফেসবুক, ইউটিউবে ভিডিও তৈরি করে পোস্ট করছেন। নিজের ফেসবুকের ওয়ালে পোস্ট করেছেন রীল। ব্যাকগ্রাউন্ডে রয়েছে দুই কিংবদন্তি- কিশোর কুমার, লতা মঙ্গেশকরের গান, “দেখা এক খোয়াব…”। অন্য একটি ভিডিওতে তাঁর গোল করার ফুটেজ। ধনুকের মতো বাঁকানো শটে অনায়াসে লক্ষ্যভেদের মুহুর্ত।
এক সময় সাড়া জাগিয়ে বঙ্গ ফুটবল আঙিনায় উঠে এসেছিলেন জিতেন। ইস্টবেঙ্গল ক্লাবের হাত ধরে বাঁকুড়া থেকে সোজা কলকাতা। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের পর পর মহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগানে ছিলেন এক সময়। রাজ্যের বাইরে খেলেছেন রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে। কিন্তু কোনও ক্লাবেই ধারাবাহিক ছিলেন না তিনি। সুযোগও পাননি খুব বেশি। তবে ফুটবল খেলার খিদেটা এখনও রয়েছে। বল পায়ে সবুজ গালিচায় দৌড়তেই ভালোবাসেন তিনি।