কলকাতা লিগে (CFL) খেলছে না ATK মোহনবাগান। না খেলার পিছনে যুক্তি দিয়েছে FSDL খেলার অনুমতি দেয়নি। তবে সবুজ মেরুন সমর্থকরা হতাশ। টানা তিন বছর সিএফএলে নেই হুয়ান ফেরান্দোর দল।
অন্যদিকে, ATK মোহনবাগান কোচ হিসেবে খুব একটা স্বস্তিতে নেই হেডকোচ হুয়ান ফেরান্দো। সরু সুতোয় ঝুলছে ফেরান্দোর কোচিং ভাগ্য। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ৫ ম্যাচ অ্যাসিড টেস্ট ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে।
Hard work under the sun ⚡️💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/3xuoxAwqsM
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 28, 2022
এত সমালোচনা, অস্বস্তির মাঝেও প্র্যাকট্রিসে নেমেছে সবুজ মেরুন ফুটবলারেরা।মঙ্গলবার সমর্থকদের আশ্বস্ত করতেই ATK মোহনবাগানের টুইট পোস্ট,”সূর্যের নীচে কঠোর পরিশ্রম
#ATKMohunBagan #JoyMohunBagan # আমরাসবুজমেরুন ” প্রীতম কোটালদের পাখির চোখ এখন আইএসএল টুর্নামেন্ট। যা শুরু হবে ৭ অক্টোবর। ফ্লোরেন্টিন পোগবাদের প্রথম খেলা চেন্নাইর বিরুদ্ধে, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে।